Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 13:2 - কিতাবুল মোকাদ্দস

2 তোমরা যা জান, আমিও জানি, আমি তোমাদের থেকে নিকৃষ্ট নই।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

2 তোমরা যা জানো, আমিও তা জানি, আমি তোমাদের চেয়ে নিকৃষ্ট নই।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

2 তোমরা যা জান, আমিও তা জানি, তোমাদের চেয়ে আমি নিকৃষ্ট নই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 তোমরা যাহা জান, আমিও জানি, আমি তোমাদের হইতে নিকৃষ্ট নহি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 তুমি যা জানো আমিও তাই জানি। আমিও তোমার মতই জানি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 তোমরা কি জান, সেই একই বিষয় আমিও জানি; আমি তোমাদের থেকে কিছু কম নই।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 13:2
12 ক্রস রেফারেন্স  

কিন্তু তোমাদের মত আমারও বুদ্ধি আছে; তোমাদের থেকে আমি নিকৃষ্ট নই; বাস্তবিক, এরকম কথা কে না জানে?


আমি নির্বোধ হলাম! তোমরাই তা হতে বাধ্য করেছ; কারণ আমার প্রশংসা করা তোমাদেরই উচিত ছিল; কেননা যদিও আমি কিছুই নই, তবু সেই মহা প্রেরিতদের থেকে কিছুতেই ছোট নই।


আইউবকে এসব বলবার পর মাবুদ তৈমনীয় ইলীফসকে বললেন, তোমার ও তোমার দুই বন্ধুর প্রতি আমার ক্রোধের আগুন জ্বলে উঠেছে, কারণ আমার গোলাম আইউব যেমন বলেছে, তোমরা আমার বিষয়ে তেমন যথার্থ কথা বল নি।


শোন শোন, ঐ তাঁর গর্জনের শব্দ, ঐ তাঁর মুখ থেকে বের হওয়া স্বর।


তাই আইউব অসার কথায় মুখ খুলেছেন, তিনি না জেনেও অনেক কথা বলেন।


আইউব জ্ঞানশূন্য হয়ে কথা বলছেন, তার কথা বুদ্ধি বিবর্জিত।


কিন্তু আমি তো মাবুদের খোঁজ করতাম, আমার নিবেদন আল্লাহ্‌র কাছে তুলে ধরতাম।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন