Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 13:18 - কিতাবুল মোকাদ্দস

18 দেখ, আমি আমার যুক্তি বিন্যাস করলাম; আমি জানি যে, আমি নির্দোষ হবো।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

18 এখন আমি যখন আমার মামলাটি সাজিয়েছি, তখন আমি জানি যে আমি নির্দোষ প্রমাণিত হব।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

18 আমি আমার অভিযোগ পেশ করার জন্য প্রস্তুত, আমি জানি বিচারে আমার জয় সুনিশ্চিত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 দেখ, আমি আমার যুক্তি বিন্যাস করিলাম; আমি জানি যে, আমি নির্দ্দোষ হইব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 এখন আমি আমার যুক্তিগুলো উপস্থাপিত করতে প্রস্তুত। আমি খুব সতর্কভাবে আমার যুক্তি উত্থাপন করবো। আমি জানি আমিই সঠিক বলে চিহ্নিত হবো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

18 এখন দেখ, আমি আমার যুক্তি সাজিয়ে রেখেছি; আমি জানি যে আমি নির্দোষ।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 13:18
17 ক্রস রেফারেন্স  

তবে আমি তাঁর সম্মুখে আমার বিচার বর্ণনা করবো, আমি নানা যুক্তিতর্কে আমার মুখ পূর্ণ করবো।


আমাদের শ্লাঘা এই, আমাদের বিবেক সাক্ষ্য দিচ্ছে যে, আল্লাহ্‌-দত্ত পবিত্রতায় ও সরলতায়, পার্থিব বিজ্ঞতায় নয়, কিন্তু আল্লাহ্‌র রহমতে, আমরা দুনিয়াতে এবং আরও বাহুল্যরূপে তোমাদের প্রতি আচরণ করেছি;


আমাকে স্মরণ করিয়ে দাও; এসো, আমরা পরস্পর বিচার করি; তুমি যেন নির্দোষ বলে প্রমাণিত হও, সেজন্য নিজের কথা বল।


যেন তিনি আল্লাহ্‌র কাছে মানুষের পক্ষে কথা বলেন, যেমন মানুষ বন্ধুর পক্ষে কথা বলেন।


যদিও আমি ধার্মিক হই, আমার কথাই আমাকে দোষী করবে; যদিও আমি সিদ্ধ হই, তা-ই আমার কুটিলতার প্রমাণ হবে।


তোমরা ফিরে যাও, অন্যায় করো না; আমি বলি, ফিরে যাও, আমি ন্যায়ের পক্ষে।


আমি সিদ্ধ, আমি নিজেকে চিনি না, আমি আমার জীবনকে ঘৃণা করি।


তুমি তো জান, আমি দুষ্ট নই, এবং তোমার হাত থেকে উদ্ধারকারী কেউ নেই।


আমি প্রতিবেশীর হাসির পাত্র হয়েছি; আল্লাহ্‌কে ডাকলে তিনি যাকে উত্তর দিতেন, সেই ধার্মিক সিদ্ধ ব্যক্তি হাসির পাত্র হয়েছে।


মনোযোগ দিয়ে আমার কথা শোন, আমার নিবেদন তোমাদের কর্ণগোচর হোক।


আমার ধার্মিকতা আমি রক্ষা করবো, ছাড়ব না। আমি জীবিত থাকতে আমার মন আমাকে ধিক্কার দেবে না।


পরে ঐ তিন জন আইউবকে জবাব দিতে ক্ষান্ত হলেন, কারণ তিনি নিজের দৃষ্টিতে নিজেকে ধার্মিক মনে করেছিলেন।


“আমি পাক-পবিত্র, আমার অধর্ম নেই; আমি নিষ্কলঙ্ক, আমাতে অপরাধ নেই;


দেখুন, আইউব বললেন, আমি ধার্মিক, কিন্তু আমার যা ন্যায্য, আল্লাহ্‌ তা হরণ করেছেন;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন