Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 12:16 - কিতাবুল মোকাদ্দস

16 বল ও বুদ্ধিকৌশল তাঁর, ভ্রান্ত ও ভ্রান্তি উৎপাদনকারী তাঁর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

16 পরাক্রম ও অন্তর্দৃষ্টি তাঁর অধিকারভুক্ত বিষয়; প্রতারিত ও প্রতারক উভয়ই তাঁর।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

16 তিনি পরাক্রান্ত ও বিজয়ী প্রতারক ও প্রতারিত উভয়েই তাঁর অধীন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 বল ও বুদ্ধিকৌশল তাঁহার, ভ্রান্ত ও ভ্রামক তাঁহার।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 ঈশ্বর শক্তিশালী এবং তাঁর গভীর প্রজ্ঞা আছে। যে প্রতারিত হয় সে এবং প্রতারক দুজনেই ঈশ্বরের।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 শক্তি ও প্রজ্ঞা তাঁর; প্রতারিত এবং প্রতারণাকারী দুজনেই তাঁর।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 12:16
10 ক্রস রেফারেন্স  

কোন নবী যদি প্ররোচিত হয়ে কথা বলে, তবে জেনো, আমিই মাবুদ সেই নবীকে প্ররোচনা করেছি; আমি তার বিরুদ্ধে আমার হাত বাড়িয়ে আমার লোক ইসরাইলের মধ্য থেকে তাকে মুছে ফেলব।


তিনি তোমাদের পরীক্ষা করলে কি মঙ্গল হবে? মানুষ যেমন মানুষকে ভুলায়, তেমনি তোমরা কি তাঁকে ভুলাবে?


আর আমাদেরকে পরীক্ষাতে এনো না, কিন্তু মন্দ থেকে রক্ষা কর।


তোমরা কি আল্লাহ্‌র পক্ষে অন্যায়পূর্ণ কথা বলবে? তাঁর পক্ষে কি প্রতারণাপূর্ণ কথা বলবে?


তাঁরই কাছে প্রজ্ঞা ও পরাক্রম আছে, পরামর্শ ও বুদ্ধি তাঁরই।


দানিয়াল বললেন, আল্লাহ্‌র নাম যুগে যুগে চিরকাল ধন্য হোক, কেননা জ্ঞান ও পরাক্রম তাঁরই।


কিন্তু মানুষের মধ্যে রূহ্‌ আছে, সর্বশক্তিমানের নিশ্বাস তাদেরকে বিবেচক করে।


কেননা মাবুদই প্রজ্ঞা দান করেন, তাঁরই মুখ থেকে জ্ঞান ও বুদ্ধি বের হয়।


তবুও তিনিও জ্ঞানবান; তিনি অমঙ্গল ঘটাবেন, নিজের কালাম অন্যথা করবেন না; তিনি দুর্বৃত্তদের কুলের বিরুদ্ধে ও অধর্মাচারীদের সহায়দের বিরুদ্ধে উঠবেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন