Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 12:13 - কিতাবুল মোকাদ্দস

13 তাঁরই কাছে প্রজ্ঞা ও পরাক্রম আছে, পরামর্শ ও বুদ্ধি তাঁরই।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

13 “প্রজ্ঞা ও পরাক্রম ঈশ্বরের অধিকারভুক্ত বিষয়; পরামর্শ ও বুদ্ধি তাঁরই।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

13 কিন্তু প্রজ্ঞা ও পরাক্রম উভয়েরই অধিকারী ঈশ্বর, সুবিবেচনা ও বোধশক্তি আছে তাঁর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 তাঁহারই নিকটে প্রজ্ঞা ও পরাক্রম আছে, পরামর্শ ও বুদ্ধি তাঁহারই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 কিন্তু প্রজ্ঞা এবং ক্ষমতা ঈশ্বরেরই আছে। সদুপদেশ ও বোধ দুইই তাঁর।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

13 ঈশ্বরের প্রজ্ঞা এবং পরাক্রম আছে; তাঁর ভালো চিন্তা এবং বুদ্ধি আছে।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 12:13
23 ক্রস রেফারেন্স  

দেখুন, আল্লাহ্‌ পরাক্রমী, তবু কাউকেও তুচ্ছ করেন না; তিনি বুদ্ধিবলে পরাক্রমী।


তিনি চিত্তে জ্ঞানবান ও বলে পরাক্রান্ত; তাঁর প্রতিরোধ করে কে পার পেয়েছে?


যদি তোমাদের কারো জ্ঞানের অভাব হয়, তবে সে আল্লাহ্‌র কাছে যাচ্ঞা করুক, তাকে দেওয়া হবে; কেননা তিনি তিরস্কার না করে সকলকে অকাতরে দিয়ে থাকেন।


এছাড়া, মসীহে আমরা একটি উত্তরাধিকারও লাভ করেছি, বাস্তবিক যিনি সমস্ত কিছুই তাঁর ইচ্ছা ও মন্ত্রণা অনুসারে সাধন করেন, তাঁর পরিকল্পনা অনুসারে আমরা মসীহে আগে থেকেই নিরূপিত হয়েছিলাম;


পরামর্শ ও বুদ্ধিকৌশল আমার, আমিই সুবিবেচনা, পরাক্রম আমার।


মসীহের মধ্যে জ্ঞানের ও বিদ্যার সমস্ত ধন গুপ্ত রয়েছে।


দানিয়াল বললেন, আল্লাহ্‌র নাম যুগে যুগে চিরকাল ধন্য হোক, কেননা জ্ঞান ও পরাক্রম তাঁরই।


আমাদের প্রভু মহান ও অতিশয় শক্তিমান; তাঁর বুদ্ধির সীমা নেই।


তিনি প্রজ্ঞার গূঢ় তত্ত্ব তোমাকে জ্ঞাত করুন, কারণ বুদ্ধিকৌশল বহুবিধ; জেনো, আল্লাহ্‌ তোমার অপরাধের অনেকটা ছেড়ে দেন।


যা তিনি সমস্ত জ্ঞানে ও বুদ্ধিতে আমাদের প্রতি উপচে পড়তে দিয়েছেন।


কিন্তু ইহুদী ও গ্রীক, আহ্বানপ্রাপ্ত সকলের কাছে মসীহ্‌ আল্লাহ্‌রই পরাক্রম ও আল্লাহ্‌রই জ্ঞান-স্বরূপ।


কেননা প্রভুর মন কে জেনেছে? “কে-ই বা তাঁর পরামর্শদাতা হয়েছে?”


কেননা আমি তোমাদেরকে এমন মুখ ও বিজ্ঞতা দেব যে, তোমাদের বিপক্ষেরা কেউ প্রতিরোধ করতে বা উত্তর দিতে পারবে না।


তিনি নিজের শক্তিতে দুনিয়া গঠন করেছেন, নিজের জ্ঞানে দুনিয়া স্থাপন করেছেন, নিজের বুদ্ধিতে আসমান বিস্তার করেছেন।


আমি শেষ কালের বিষয় আদি কাল থেকে জানাই, যে কাজ এখনও করা হয় নি, তা আগে জানাই, আর বলি, আমার মন্ত্রণা স্থির থাকবে, আমি নিজের সমস্ত মনোরথ সিদ্ধ করবো।


কে অন্তঃকরণকে জ্ঞান দিয়েছে? মনকে কে বুদ্ধি দিয়েছে?


বল ও বুদ্ধিকৌশল তাঁর, ভ্রান্ত ও ভ্রান্তি উৎপাদনকারী তাঁর।


তিনি নিজের পরাক্রমে সমুদ্রকে উত্তেজিত করেন, নিজের বুদ্ধিতে রাহবকে আঘাত করেন।


তবুও তিনিও জ্ঞানবান; তিনি অমঙ্গল ঘটাবেন, নিজের কালাম অন্যথা করবেন না; তিনি দুর্বৃত্তদের কুলের বিরুদ্ধে ও অধর্মাচারীদের সহায়দের বিরুদ্ধে উঠবেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন