Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 10:21 - কিতাবুল মোকাদ্দস

21 যে পর্যন্ত আমি সেই স্থানে না যাই, যেখান থেকে আর ফিরে আসব না। তা ঘন অন্ধকার ও মৃত্যুচ্ছায়ার দেশ,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

পবিএ বাইবেল CL Bible (BSI)

21 আমি যেখানে যাচ্ছি সেখান থেকে কেউ ফিরে আসে না। ঘোর অন্ধকারে আচ্ছন্ন সেই দেশ,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

21 যে পর্য্যন্ত আমি সেই স্থানে না যাই, যথা হইতে আর ফিরিয়া আসিব না। তাহা তিমিরের ও মৃত্যুচ্ছায়ার দেশ,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

21 যেখান থেকে আমি আর ফিরব না সেই অন্ধকার ও মৃত্যুর জগতে প্রবেশ করার আগে আমার অল্প সময় আমাকে উপভোগ করতে দিন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

21 যেখান থেকে আমি আর ফিরব না সেখানে আমি যাওয়ার আগে, সেই অন্ধকার দেশে এবং সেই মৃত্যুছায়ার দেশে,

অধ্যায় দেখুন কপি




ইয়োব 10:21
21 ক্রস রেফারেন্স  

অন্ধকারও ঘন অন্ধকার তাকে আবৃত করুক, মেঘ তাকে আচ্ছন্ন করুক, যা কিছু দিন অন্ধকার করে, তা তাকে ত্রাসযুক্ত করুক।


কিন্তু এখন সে মারা গেছে, তবে আমি কি জন্য রোজা রাখব? আমি কি তাকে ফিরিয়ে আনতে পারি? আমি তার কাছে যাব, কিন্তু সে আমার কাছ ফিরে আসবে না।


যখন আমি মৃত্যুচ্ছায়ার উপত্যকা দিয়ে গমন করবো, তখনও অমঙ্গলের ভয় করবো না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছ, তোমার পাঁচনী ও তোমার লাঠি আমাকে সান্ত্বনা দেয়।


কেননা আর কয়েক বছর গত হলে যে পথে গেলে আমি ফিরব না, সেই পথে যাব।


আমরা তো নিশ্চয়ই মারা যাব এবং যা একবার ভূমিতে ঢেলে ফেললে পরে তুলে নেওয়া যায় না, এমন পানির মতই হব; পরন্তু আল্লাহ্‌ও প্রাণ হরণ করেন না, কিন্তু নির্বাসিত লোক যাতে তাঁর কাছ থেকে দূরে না থাকে, তার উপায় চিন্তা করেন।


তারা বলে নি যে, সেই মাবুদ কোথায়, যিনি মিসর দেশ থেকে আমাদের বের করে এনেছিলেন, যিনি মরুভূমির মধ্য দিয়ে, মরুভূমি ও গর্তময় ভূমি দিয়ে, পানিশূন্যতার ও মৃত্যুচ্ছায়ার ভূমি দিয়ে পথিকবিহীন ও নিবাসী-বর্জিত ভূমি দিয়ে, আমাদেরকে নিয়ে এসেছিলেন?


আমি বললাম, আমি মাবুদকে জীবিতদের দেশে তাঁকে আর দেখব না, দুনিয়ার নিবাসী মানুষকেও আর দেখব না।


তুমি আমাকে নিম্নতম গর্তে রেখেছ, অন্ধকারে ও গভীর স্থানে রেখেছ।


তা হলে এখন শয়ন করে বিশ্রাম করতাম, নিদ্রিত হতাম, শান্তি পেতাম;


সেই দেশ ঘোর অন্ধকার, অন্ধকারময়, তা মৃত্যুচ্ছায়ায় ব্যপ্ত, পারিপাট্য-বিহীন, সেখানে আলো অন্ধকারের সমান।


এমন অন্ধকার কি মৃত্যুচ্ছায়া নেই, যেখানে দুর্বৃত্তরা লুকাতে পারে।


তোমার কাছে কি মৃত্যুর কবাট প্রকাশিত হয়েছে? তুমি কি মৃত্যুচ্ছায়ার দ্বার দেখেছ?


আমার উপর থেকে তোমার কড়া দৃষ্টি ফিরিয়ে নাও, যেন প্রফুল্ল হই, যাবৎ আমার মৃত্যু না হয় ও আর না থাকি।


যদি আমার ঘর বলে পাতালের অপেক্ষা করি, যদি অন্ধকারে আমার বিছানা পেতে থাকি,


যে মানুষ ঐশ্বর্যশালী অথচ অবোধ, সে পশুদের মতই ধ্বংস হয়ে যাবে।


কিন্তু, হে মাবুদ, আমি তোমার উদ্দেশে আর্তনাদ করেছি, প্রাতে আমার মুনাজাত তোমার সম্মুখবর্তী হবে।


তোমার হাত যে কোন কাজ করতে পারে, তোমার শক্তির সঙ্গে তা কর; কেননা তুমি যে স্থানে যাচ্ছ, সেই পাতালে কোন কাজ কি সঙ্কল্প, বা বিদ্যা বা প্রজ্ঞা, কিছুই নেই।


কোন মানুষ যদি অনেক বছর জীবিত থাকে, তবে সেই সকলে আনন্দ করুক, কিন্তু অন্ধকারের দিনগুলোও মনে রাখুক; কেননা সেই সকল দিন অনেক হবে। যা যা ঘটে, সে সবই অসার।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন