ইয়োব 10:13 - কিতাবুল মোকাদ্দস13 তবু এ সবই মনোমধ্যে গুপ্ত করে রেখেছ; আমি জানি এই তোমার মনোবাসনা। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ13 “কিন্তু তোমার অন্তরে তুমি এসব গুপ্ত রেখেছিলে, ও আমি জানি যে তোমার মনে এই ছিল: অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 কিন্তু এখন বুঝেছি তুমি এসব করেছ, গোপন অভিসন্ধি নিয়ে, মনের নিভৃতে করেছ পরিকল্পনা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 তবু এ সমস্তই মনোমধ্যে গুপ্ত করিয়া রাখিয়াছ; আমি জানি, ইহা তোমার মনোরথ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 কিন্তু, এ সবই আপনি মনে মনে করেছেন, আমি জানি, এইসব পরিকল্পনাই আপনি গোপনে করেছেন। হ্যাঁ, আমি জানি, আপনার মনে এই ছিলো। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 তবুও এইসব জিনিস তুমি তোমার হৃদয়ে লুকিয়ে রেখেছ, আমি জানি যে এটাই তুমি ভাবছিলে, অধ্যায় দেখুন |