Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইষ্রা 8:26 - কিতাবুল মোকাদ্দস

26 আমি ছয় শত পঞ্চাশ তালন্ত রূপা, এক শত তালন্ত পরিমিত রূপার পাত্র,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

26 আমি 650 পঞ্চাশ তালন্ত রুপো, 100 তালন্ত রুপোর সামগ্রী, 100 তালন্ত সোনা,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

26-27 রূপো—650 তালন্ত, রূপোর পাত্র—100 তালন্ত, সোনা—100 তালন্ত, সোনার পাত্র কুড়িটি, মূল্য এক হাজার অদকোন এবং দুটি ব্রোঞ্জের পাত্র, যার মূল্য সোনারই সমান।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

26 আমি ছয় শত পঞ্চাশ তালন্ত রৌপ্য, এক শত তালন্ত পরিমিত রৌপ্যের পাত্র,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

26 সব মিলিয়ে 25 টন রূপো, 3 3/4 টন রূপোর থালা ও 3 3/4 টন সোনা ছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

26 আমি ছশো পঞ্চাশ তালন্ত রূপা, একশো তালন্ত পরিমাণে রূপার পাত্র, একশো তালন্ত সোনা,

অধ্যায় দেখুন কপি




ইষ্রা 8:26
3 ক্রস রেফারেন্স  

এক শত তালন্ত সোনা, এক হাজার অদকোন মূল্যের বিশটি সোনার পাত্র এবং সোনার মত বহুমূল্য উত্তম পরিষ্কৃত ব্রোঞ্জের দু’টি পাত্র ওজন করে তাদের হাতে দিলাম।


তুমি নির্বাসিত লোকদের কাছে, অর্থাৎ হিল্‌দয়, টোবিয় ও যিদায়ের কাছ থেকে রূপা ও সোনা গ্রহণ কর; সেদিন যাও, সফনিয়ের পুত্র ইউসিয়ার বাড়িতে গমন কর, ব্যাবিলন থেকে তারা সেখানে এসেছে;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন