ইষ্রা 8:15 - কিতাবুল মোকাদ্দস15 আমি তাদেরকে অহবার দিকে প্রবাহিত নদীর কাছে একত্র করেছিলাম; সেই স্থানে আমরা শিবির স্থাপন করে তিন দিন রইলাম, আর লোকদের ও ইমামদের প্রতি নিরীক্ষণ করলে আমি সেই স্থানে লেবির সন্তানদের কাউকেও দেখতে পেলাম না। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ15 আমি অহবা-মুখী নদীর কাছে তাদের সকলকে একত্রিত করলাম; সেখানে আমরা তিন দিন শিবির স্থাপন করে থাকলাম। যখন আমি সেই লোকেদের এবং যাজকদের মধ্যে অনুসন্ধান করলাম, সেখানে আমি কোনো লেবীয়কে খুঁজে পেলাম না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 অহবা শহরের দিকে যে নদী বয়ে গেছে তার তীরে আমি সকলকে একত্র করলাম এবং সেখানে শিবির স্থাপন করে তিনদিন থাকলাম। দলের মধ্যে খুঁজে দেখলাম যাজকদের কয়েকজন রয়েছেন কিন্তু লেবী বংশের কাউকে পেলাম না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 আমি তাহাদিগকে অহবা-গামিনী নদীর কাছে একত্র করিয়াছিলাম; সেই স্থানে আমরা শিবির স্থাপন করিয়া তিন দিন রহিলাম, আর লোকদের ও যাজকদের প্রতি নিরীক্ষণ করিলে আমি সে স্থানে লেবির সন্তানদের কাহাকেও দেখিতে পাইলাম না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 আমি এই সমস্ত ব্যক্তিদের অহবা-গামিনী নদীর কাছে জড় হতে বলেছিলাম। সেখানে তাঁবু খাটিয়ে আমরা তিন দিন ছিলাম। আমি কয়েকজন যাজককে সেখানে দেখলাম, কিন্তু কোন লেবীয়কে নয়। তাই আমি অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী15 আমি তাদের অহবার দিকে বয়ে যাওয়া নদীর কাছে জড়ো করেছিলাম; সেখানে আমরা শিবির তৈরী করে তিন দিন থাকলাম, আর লোকদের ও যাজকদের প্রতি পর্যবেক্ষণ করলে আমি সেখানে লেবির সন্তানদের কাউকে দেখতে পেলাম না৷ অধ্যায় দেখুন |