ইষ্রা 6:14 - কিতাবুল মোকাদ্দস14 আর ইহুদীদের প্রাচীন নেতৃবর্গরা গাঁথুনি করে হগয় নবীর ও ইদ্দোর পুত্র জাকারিয়ার ভবিষ্যদ্বাণী সহকারে কৃতকার্য হলেন এবং তাঁরা ইসরাইলের আল্লাহ্র হুকুম অনুসারে ও পারস্যের বাদশাহ্ কাইরাসের, দারিয়ুস ও আর্টা-জারেক্সের হুকুম অনুসারে গাঁথুনি করে কাজ সমাপ্ত করলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ14 এর ফলে ইহুদিদের প্রাচীনবর্গ নির্মাণ কার্য অব্যাহত রাখলেন এবং ভাববাদী হগয় ও ইদ্দোর বংশোদ্ভূত ভাববাদী সখরিয়ের প্রত্যদেশ দ্বারা সেই কাজ আরও সমৃদ্ধিলাভ করল। তারা ইস্রায়েলের আরাধ্য ঈশ্বরের এবং পারস্য-সম্রাট কোরস, দারিয়াবস ও অর্তক্ষস্তের নির্দেশমতো মন্দির নির্মাণকাজ সম্পন্ন করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 প্রবক্তা হগয় ও সখরিয়ের উৎসাহে ইহুদী প্রাচীনবর্গের নেতৃত্বে মন্দির নির্মাণের কাজে সন্তোষজনক অগ্রগতি হল। ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের আদেশ অনুযায়ী এবং পারস্য সম্রাট দারায়ুস ও অর্তক্ষস্তের নির্দেশে তাঁরা মন্দিরের কাজ সমাপ্ত করলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 আর যিহূদীদের প্রাচীনবর্গ গাঁথনি করিয়া হগয় ভাববাদীর ও ইদ্দোর পুত্র সখরিয়ের ভাববাণী সহকারে কৃতকার্য্য হইলেন, এবং তাঁহারা ইস্রায়েলের ঈশ্বরের আজ্ঞানুসারে ও পারস্য-রাজ কোরসের, দারিয়াবসের ও অর্তক্ষস্তের আদেশানুসারে গাঁথনি করিয়া কার্য্য সমাপ্ত করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 ইহুদীদের প্রবীণরা ভাববাদী হগয় ও ইদ্দোর পুত্র সখরিয়ের ভবিষ্যৎ বাণীর দ্বারা অনুপ্রাণিত ও উৎসাহিত হয়ে মন্দির নির্মাণের কাজ চালিয়ে গেলেন। ইস্রায়েলের ঈশ্বরের আদেশ অনুসারে এবং পারস্যের বিভিন্ন রাজা কোরস, দারিয়াবস এবং অর্তক্ষস্তের নির্দেশ পালন করে তাঁরা মন্দির নির্মাণের কাজে সাফল্যলাভ করেছিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 আর ইহুদীদের প্রাচীনেরা গাঁথনি করে হগয় ভাববাদীর ও ইদ্দোর ছেলে সখরিয়ের ভাববাণীর মাধ্যমে সফল হলেন এবং তাঁরা ইস্রায়েলের ঈশ্বরের আদেশ অনুসারে ও পারস্যের রাজা কোরসের, দারিয়াবসের ও অর্তক্ষস্তের আদেশ অনুসারে গাঁথনি করে কাজ শেষ করলেন৷ অধ্যায় দেখুন |
আর জেরুশালেমে আল্লাহ্র গৃহের স্থানে আসার পর দ্বিতীয় বছরের দ্বিতীয় মাসে শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল ও যোষাদকের পুত্র যেশূয় এবং তাঁদের অবশিষ্ট ভাইয়েরা অর্থাৎ ইমাম ও লেবীয়েরা এবং বন্দীদশা থেকে জেরুশালেমে আগত সমস্ত লোক কাজ করতে আরম্ভ করলেন এবং মাবুদের গৃহের কাজের তত্ত্বাবধানের জন্য বিশ বছর ও তার চেয়েও বেশি বয়স্ক লেবীয়দেরকে নিযুক্ত করলেন।
কারণ আমরা গোলাম, তবুও আমাদের আল্লাহ্ আমাদের গোলামীত্বের আমাদেরকে ত্যাগ করেন নি, কিন্তু আমাদের প্রাণের শান্তির জন্য, আমাদের আল্লাহ্র গৃহ স্থাপন ও তার ভাঙ্গা স্থান মেরামত করার এবং এহুদায় ও জেরুশালেমে আমাদেরকে একটি প্রাচীর দেবার জন্য তিনি পারস্য-বাদশাহ্দের দৃষ্টিতে আমাদের প্রতি অটল মহব্বত প্রকাশ করলেন।