ইষ্রা 4:13 - কিতাবুল মোকাদ্দস13 অতএব বাদশাহ্র কাছে নিবেদন এই যে:, যদি এই নগর নির্মিত ও প্রাচীর স্থাপিত হয়, তবে ঐ লোকেরা কর, রাজস্ব ও মাশুল আর দেবে না, এতে পরিণামে রাজ-সরকারের ক্ষতি হবে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ13 এছাড়াও, সম্রাটের জ্ঞাতার্থে জানাই যে যদি এই নগর পুনর্নির্মিত ও তাঁর প্রাচীর পুনর্গঠিত হয় তাহলে তারা কোনও রাজস্ব, প্রণামী ও মাশুল দেবে না। এর ফলে সম্রাটের রাজস্ব সংগ্রহ ক্ষতিগ্রস্ত হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 মহারাজ, এই নগরী যদি পুনর্নির্মিত হয় এবং এর প্রাচীর সংস্কারের কাজ যদি সমাপ্ত হয়, তবে প্রজারা কর দেওয়া বন্ধ করবে, ফলে আপনার রাজস্ব আদায়ে ঘাটতি দেখা দেবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 অতএব মহারাজের নিকটে নিবেদন এই, যদি এই নগর নির্ম্মিত ও প্রাচীর স্থাপিত হয়, তবে ঐ লোকেরা কর, রাজস্ব ও মাশুল আর দিবে না, ইহাতে পরিণামে রাজসরকারের ক্ষতি হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 হে মান্যবর, আপনার জ্ঞাতার্থে জানাই যে শহরের চারপাশে দেওয়াল বানানোর কাজ শেষ হলেই কিন্তু জেরুশালেমের বাসিন্দারা আপনাকে কর প্রদান করা বন্ধ করবে এবং এতে রাজকোষের আর্থিক ক্ষতি হবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 অতএব মহারাজের কাছে এই প্রার্থনা, যদি এই নগর তৈরী ও প্রাচীর স্থাপন হয়, তবে ঐ লোকেরা কর, রাজস্ব ও মাশুল আর দেবে না, এর ফলে রাজকোষের ক্ষতি হবে৷ অধ্যায় দেখুন |