Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইষ্রা 2:66 - কিতাবুল মোকাদ্দস

66 তাদের সাত শত ছত্রিশটি ঘোড়া, দুই শত পঁয়তাল্লিশটি খচ্চর,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

66 তাদের 736-টি ঘোড়া, 245-টি খচ্চর,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

66 তাহাদের সাত শত ছত্রিশ অশ্ব,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

66-67 তাদের 736টি ঘোড়া, 245টি খচ্চর, 435টি উট ও 6720টি গাধা ছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

66 তাদের সাতশো ছত্রিশটি ঘোড়া, দুশো পঁয়তাল্লিশটি ঘোড়ার রথ,

অধ্যায় দেখুন কপি




ইষ্রা 2:66
5 ক্রস রেফারেন্স  

তা ছাড়া তাদের সাত হাজার তিন শত সাঁইত্রিশ জন গোলাম-বাঁদী ছিল, আর তাদের দুই শত জন গায়ক ও গায়িকা ছিল।


চারশো পঁয়ত্রিশটি উট ও ছয় হাজার সাত শত বিশটি গাধা ছিল।


তাদের সাত শত ছত্রিশটি ঘোড়া,


তোমরা আমার সমস্ত বিধি পালন করো। তুমি ভিন্ন ভিন্ন প্রকার পশুর সঙ্গে তোমার পশুদেরকে সংসর্গ করতে দিও না; তোমার এক ক্ষেতে দু’রকম বীজ বপন করো না এবং দুই জাতের মিশানো সুতা দিয়ে বোনা কাপড় পরো না।


আর প্রত্যেকে নিজস্ব উপঢৌকন, রূপার পাত্র, সোনার পাত্র, কাপড়-চোপড়, অস্ত্র ও সুগন্ধি দ্রব্য, ঘোড়া ও খচ্চর আনত; প্রতি বছর এরকম হত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন