Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইষ্রা 2:41 - কিতাবুল মোকাদ্দস

41 গায়কবর্গ; আসফের সন্তান এক শত আটাশ জন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

41 গায়কবৃন্দ: আসফের বংশধর, 128 জন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

41 গায়কবর্গ; আসফের সন্তান এক শত আটাশ জন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

41 এরা হল গায়ক বৃন্দ: আসফের উত্তরপুরুষ 128

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

41 গায়কেরা; আসফের বংশধর একশো আঠাশ জন৷

অধ্যায় দেখুন কপি




ইষ্রা 2:41
9 ক্রস রেফারেন্স  

হেমনের ভাই আসফ, তিনি তাঁর ডান দিকে দাঁড়াতেন; সেই আসফ বেরিখিয়ের পুত্র, ইনি শিমিয়ের পুত্র,


আর আসফের সন্তান, সব্দির সন্তান, মিকাহ্‌র পুত্র মত্তনিয় মুনাজাতকালীন প্রশংসা-গজল আরম্ভ করার কাজে প্রধান ছিল। তার ভাইদের মধ্যে বক্‌বুকিয় দ্বিতীয় ছিল এবং যিদূথূনের সন্তান, গাললের সন্তান, শম্মুয়ের পুত্র অব্দ।


গায়কবর্গ; আসফের সন্তান এক শত আটচল্লিশ জন।


তাতে লেবীয়েরা যোয়েলের পুত্র হেমন, তাঁর ভাইদের মধ্যে বেরিখিয়ের পুত্র আসফ ও তাঁদের জ্ঞাতি মরারিয়দের মধ্যে কূশায়ার পুত্র এথনকে নিযুক্ত করলো।


লেবীয়বর্গ; হোদবিয়ের সন্তানদের মধ্যে যেশূয় ও কদ্‌মীয়েলের সন্তান চুয়াত্তর জন।


দ্বারপালদের সন্তানবর্গ; শল্লুমের সন্তান, আটেরের সন্তান, টলমোনের সন্তান, অক্কুরের সন্তান, হটীটার সন্তান, শোবয়ের সন্তান সর্বসুদ্ধ এক শত ঊনচল্লিশ জন।


অষ্টাদশ হনানি; তার পুত্ররা ও ভাইয়েরা বারো জন।


আর রাজমিস্ত্রিরা যখন মাবুদের বায়তুল-মোকাদ্দসের ভিত্তিমূল স্থাপন করলো, তখন ইসরাইলের বাদশাহ্‌ দাউদের নির্দেশ অনুসারে মাবুদের প্রশংসা করার জন্য নিজ নিজ পোশাক পরে ইমামেরা তূরী ও আসফের সন্তান লেবীয়েরা করতাল নিয়ে দণ্ডায়মান হল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন