Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইষ্রা 2:28 - কিতাবুল মোকাদ্দস

28 বেথেলের ও অয়ের লোক দুই শত তেইশ জন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

28 বেথেল ও অয়ের লোকেরা, 223 জন;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

28 বৈথেলের ও অয়ের লোক দুই শত তেইশ জন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

28 বৈথেল ও অয় শহরের 223

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

28 বৈথেলের ও অয়ের লোক দুশো তেইশ জন৷

অধ্যায় দেখুন কপি




ইষ্রা 2:28
9 ক্রস রেফারেন্স  

পরে তিনি ঐ স্থান ত্যাগ করে পর্বতে গিয়ে বেথেলের পূর্ব দিকে তাঁর তাঁবু স্থাপন করলেন; তার পশ্চিমে বেথেল ও পূর্ব দিকে অয় নগর ছিল; তিনি সেই স্থানে মাবুদের উদ্দেশে এক কোরবানগাহ্‌ তৈরি করলেন ও মাবুদের এবাদত করলেন।


অন্য নবোর লোক বায়ান্ন জন।


বের হয়ে ইসরাইলের পিছনে গেল না এমন এক জনও অয়ে বা বেথেলে অবশিষ্ট থাকলো না; সকলেই নগরের দ্বার খোলা রেখে ইসরাইলের পিছনে পিছনে দৌড়ে গেল।


এভাবে ইউসা তাদের প্রেরণ করলেন; আর তারা গিয়ে অয়ের পশ্চিমে বেথেল ও অয়ের মধ্যস্থানে লুকিয়ে থাকলো; কিন্তু ইউসা লোকদের মধ্যে সেই রাত যাপন করলেন।


আর ইউসা জেরিকো থেকে বেথেলের পূর্ব দিকে অবস্থিত বৈৎ-আবনের পাশে অবস্থিত অয়ে লোক প্রেরণ করলেন, তাদের বললেন, তোমরা উঠে গিয়ে দেশ নিরীক্ষণ কর। তাতে তারা গিয়ে অয় নিরীক্ষণ করলো।


মিক্‌মসের লোক এক শত বাইশ জন।


নবোর সন্তান বাহান্ন জন।


হে হিশ্‌বোন, হাহাকার কর, কেননা অয় বিনষ্ট হল; হে রব্বার কন্যা ক্রন্দন কর, চট পর, মাতম কর, প্রাচীরগুলোর মধ্যে দৌড়াদৌড়ি কর, কেননা মিল্‌কম নির্বাসনে যাবে, তার ইমাম ও নেতৃবর্গ একসঙ্গে যাবে।


সেই সময় বেথেলের লোকেরা শরেৎসর, রেগম্মেলক ও তাদের লোকদেরকে মাবুদের কাছে ফরিয়াদ করতে প্রেরণ করলো,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন