Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইষ্রা 2:27 - কিতাবুল মোকাদ্দস

27 মিক্‌মসের লোক এক শত বাইশ জন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

27 মিক্‌মসের লোকেরা, 122 জন;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

27 মিক্‌মসের লোক এক শত বাইশ জন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

27 মিকমস শহরের 122

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

27 মিকমসের লোক একশো বাইশ জন৷

অধ্যায় দেখুন কপি




ইষ্রা 2:27
7 ক্রস রেফারেন্স  

সে অয়াতে এসেছে, মিগ্রোণ পিছনে ফেলেছে; মিক্‌মসে নিজের দ্রব্যসামগ্রী রেখেছে;


মিক্‌মসের লোক এক শত বাইশ জন।


পরে ফিলিস্তিনীদের প্রহরী সৈন্যদল বের হয়ে মিক্‌মসের পাহাড়ী পথে এল।


পরে ফিলিস্তিনীরা ইসরাইলের সঙ্গে যুদ্ধ করার জন্য জমায়েত হল; ত্রিশ হাজার রথ, ছয় হাজার ঘোড়সওয়ার ও সমুদ্রতীরস্থ বালুকণার মত অসংখ্য লোক এল; তারা এসে বৈৎ-আবনের পূর্ব দিকে মিক্‌মসে শিবির স্থাপন করলো।


রামার ও গেরার সন্তান ছয় শত একুশ জন।


বেথেলের ও অয়ের লোক দুই শত তেইশ জন।


তালুত নিজের জন্য ইসরাইলের মধ্যে তিন হাজার লোক মনোনীত করলেন; তার দুই হাজার মিক্‌মসে ও বেথেল পর্বতে তালুতের সঙ্গে থাকলো; এবং এক হাজার বিন্‌ইয়ামীন প্রদেশের গিবিয়াতে যোনাথনের সঙ্গে থাকলো; আর অন্য সমস্ত লোককে তিনি নিজ নিজ তাঁবুতে বিদায় করলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন