Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইষ্রা 2:23 - কিতাবুল মোকাদ্দস

23 অনাথোতের লোক এক শত আটাশ জন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

23 অনাথোতের লোকেরা, 128 জন;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

23 অনাথোতের লোক এক শত আটাশ জন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

23 অনাথোত শহরের 128

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

23 অনাথোতের লোক একশো আঠাশ জন৷

অধ্যায় দেখুন কপি




ইষ্রা 2:23
7 ক্রস রেফারেন্স  

এজন্য অনাথোতের লোকদের বিষয়ে মাবুদ এই কথা বলেন, তারা তোমার প্রাণের খোঁজ করে, বলে, তুমি মাবুদের নামে ভবিষ্যদ্বাণী বলো না, বললে আমাদের হাতে মারা পড়বে;


ইয়ারমিয়ার কালাম; তিনি হিল্কিয়ের পুত্র, বিন্‌ইয়ামীন প্রদেশীয় অনাথোৎ-নিবাসী ইমামদের এক জন।


অয়ি গল্লীম-কন্যে! তুমি তোমার স্বরে উচ্চশব্দ কর। লয়িশা, কান দাও। হায়! দুঃখিনী অনাথোৎ!


অনাথোতের লোক এক শত আটাশ জন।


চারণ-ভূমির সঙ্গে অনাথোৎ ও চারণ-ভূমির সঙ্গে অলমোন এই চারটি নগর দিল।


নটোফার লোক ছাপ্পান্ন জন।


অস্‌মাবতের সন্তান বিয়াল্লিশ জন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন