Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইষ্রা 10:44 - কিতাবুল মোকাদ্দস

44 এরা সবাই বিজাতীয়া স্ত্রী গ্রহণ করেছিল এবং কারো কারো স্ত্রীর গর্ভে সন্তান হয়েছিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

44 এরা সকলে বিজাতীয় মহিলা বিয়ে করেছিল এবং এই স্ত্রীদের গর্ভজাত সন্তানেরাও আছে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

44 উল্লিখিত ইসরায়েলীরা বিদেশী কন্যা বিবাহ করেছিল এবং কারও কারও গর্ভে সন্তান জন্মগ্রহণ করেছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

44 এই সকলে বিজাতীয়া স্ত্রী গ্রহণ করিয়াছিল, এবং কাহারও কাহারও স্ত্রীর গর্ভে সন্তান হইয়াছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

44 এরা সকলেই বিদেশী স্ত্রীলোকদের বিবাহ করেছিল এবং এদের মধ্যে অনেকের স্ত্রী-ই সন্তানদের জন্ম দিয়েছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

44 এরা অযিহুদি স্ত্রী গ্রহণ করেছিল এবং কারও কারও স্ত্রীর গর্ভে সন্তান হয়েছিল৷

অধ্যায় দেখুন কপি




ইষ্রা 10:44
6 ক্রস রেফারেন্স  

বৎস, তুমি জেনাকারী স্ত্রীতে কেন মোহিত হবে? বিজাতীয়ার বক্ষ কেন আলিঙ্গন করবে?


কেননা জেনাকারী স্ত্রীর কথা থেকে মধু ক্ষরে, তার কথা তেলের চেয়েও স্নিগ্ধ;


সে তোমাকে নিস্তার করবে জেনাকারী স্ত্রী থেকে, সেই চাটুবাদিনী বিজাতীয়া থেকে,


অতএব আসুন, আমার প্রভুর মন্ত্রণানুসারে ও যারা আমাদের আল্লাহ্‌র হুকুমকে ভয় করে তাদের মন্ত্রণানুসারে সেসব স্ত্রী ও তাদের গর্ভজাত সন্তানদেরকে ত্যাগ করতে আমরা এখন আমাদের আল্লাহ্‌র সঙ্গে নিয়ম করি; আর তা শরীয়ত অনুসারে করা যাক।


বাদশাহ্‌ সোলায়মান ফেরাউনের কন্যা ছাড়া আরও অনেক বিদেশী রমণী, অর্থাৎ মোয়াবীয়া, অম্মোণীয়া, ইদোমীয়া, সীদোনীয়া ও হিত্তীয়া রমণীকে মহব্বত করতেন।


বস্তুত তারা নিজেদের জন্য ও নিজের নিজের পুত্রদের জন্য তাদের কন্যাদের গ্রহণ করেছে; এভাবে পবিত্র বংশ নানা দেশ-নিবাসী জাতিদের সঙ্গে মিশ্রিত হয়েছে; এবং কর্মকর্তারা ও শাসনকর্তারাই প্রথমে এই বিশ্বাস ভঙ্গে প্রবৃত্ত হয়েছেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন