Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইষ্টের 9:7 - কিতাবুল মোকাদ্দস

7 আর পর্শন্দাথঃ দল্‌ফোন, অস্পাথঃ,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

7 তারা পর্শন্দাথঃ, দলফোন, অস্পাথঃ,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

7-10 যাদের তারা বধ করেছিল তাদের মধ্যে ইহুদীদের শত্রু হম্মদাথার পুত্র হামানের এই দশ পুত্র ছিল—পর্শন্দাথঃ, দলফোন, অস্পাথা, পোরাথঃ, অদলিয়, অরীদাথ, পর্মস্ত, অরীষয়, অরীদয়, আর বরিষার্থ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 আর পর্শন্দাথঃ দল্‌ফোন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 ইহুদীরা হত্যা করেছিল পর্শন্দাথ, দল্‌ফোন, অস্পাথ,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 আর পর্শন্দাথঃ, দল্‌ফোন, অসপাথঃ,

অধ্যায় দেখুন কপি




ইষ্টের 9:7
4 ক্রস রেফারেন্স  

আর হামন তাদের কাছে তার ঐশ্বর্যের প্রতাপ ও সন্তান-বাহূল্যের কথা এবং বাদশাহ্‌ কিভাবে সমস্ত বিষয়ে তাকে উঁচু পদ দিয়েছেন ও কিভাবে তাকে কর্মকর্তা ও বাদশাহ্‌র গোলামদের চেয়ে শ্রেষ্ঠ আসন দিয়েছেন, এ সব তাদের কাছে বর্ণনা করলো।


আর শূশন রাজধানীতে ইহুদীরা পাঁচ শত লোককে হত্যা ও বিনাশ করলো।


পোরাথঃ, অদলিয়াঃ, অরীদাথঃ,


অতএব তোমার আল্লাহ্‌ মাবুদ যে দেশ স্বত্বাধিকারের জন্য তোমাকে দিচ্ছেন, সেই দেশে তোমার আল্লাহ্‌ মাবুদ চারদিকের সকল দুশমন থেকে তোমাকে বিশ্রাম দেবার পর তুমি আসমানের নিচ থেকে আমালেকের স্মৃতি লোপ করবে; এই কথা তোমরা ভুলে যেও না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন