ইষ্টের 9:32 - কিতাবুল মোকাদ্দস32 আর ইষ্টেরের হুকুমে পূরীম বিষয়ক এই বিধি স্থির হল ও তা কিতাবে লেখা হল। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ32 ইষ্টেরের আদেশে পূরীমের এই নিয়মগুলি স্থির করা হল এবং তা নথিতে লেখা হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)32 রাণী ইষ্টেরের আদেশে পূরীম সংক্রান্ত নিয়মাবলী অনুমোদিত ও লিপিবদ্ধ করা হল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)32 আর ইষ্টেরের আজ্ঞায় পূরীম বিষয়ক এই বিধি স্থির হইল, ও তাহা পুস্তকে লিখিত হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল32 ইষ্টেরের চিঠির মাধ্যমে পূরীম উৎসবের রীতি-নীতিগুলিকে সরকারী মর্যাদা দেওয়া হয় এবং এই ঘটনাগুলি বইতে নথিভুক্ত করা হয়। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী32 ইষ্টের আদেশে পূরীমের এই নিয়মগুলো স্থির করা হল এবং তা বইয়ে লিখে রাখা হল। অধ্যায় দেখুন |