ইষ্টের 9:23 - কিতাবুল মোকাদ্দস23 তাতে ইহুদীরা যেমন আরম্ভ করেছিল ও মর্দখয় তাদেরকে যেমন লিখেছিলেন, তারা সেভাবে দিন দু’টি পালন করতে সম্মত হল; অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ23 কাজেই ইহুদিরা যেমন আরম্ভ করেছিল এবং মর্দখয় তাদের যেমন লিখেছিলেন সেইভাবে দিন দুটি পালন করতে তারা রাজি হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)23 ইহুদীরা মর্দখয়ের আদেশ মেনে নিল ও এই উৎসব একটি বাৎসরিক প্রথায় পরিণত হল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)23 তাহাতে যিহূদীরা যেমন আরম্ভ করিয়াছিল ও মর্দখয় তাহাদিগকে যেমন লিখিয়াছিলেন, তাহারা সেইরূপ করিতে সম্মত হইল; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল23 মর্দখয় যা লিখেছিলেন ইহুদীরা সকলেই তাতে সম্মত হল এবং যে আনন্দ উৎসব তারা শুরু করেছিল তা চালিয়ে যাবে বলে কথা দিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী23 তাতে ইহুদীরা যেমন আরম্ভ করেছিল এবং মর্দখয় তাদের যেমন লিখেছিলেন সেইভাবে দিন দুটি পালন করতে তারা রাজি হল। অধ্যায় দেখুন |