ইষ্টের 6:14 - কিতাবুল মোকাদ্দস14 তারা তার সঙ্গে কথাবার্তা বলছেন, ইতোমধ্যে রাজ-নপুংসকেরা এসে ইষ্টেরের প্রস্তুত ভোজে হামনকে উপস্থিত করার জন্য ত্বরা করলো। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ14 তারা তখনও তার সঙ্গে কথা বলছে এমন সময় রাজার নপুংসকেরা এসে তাড়াতাড়ি করে হামনকে ইষ্টেরের প্রস্তুত করা ভোজে যোগ দেবার জন্য নিয়ে গেল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 এই সব আলোচনা যখন চলছিল তখন রাজপ্রাসাদের নপুংসকেরা হামানকে ইষ্টেরের মহাভোজে তাড়াতাড়ি নিয়ে যেতে এল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 তাহারা তাহার সহিত কথাবার্ত্তা কহিতেছে, ইতিমধ্যে রাজ-নপুংসকেরা আসিয়া ইষ্টেরের প্রস্তুত ভোজে হামনকে উপস্থিত করিবার জন্য ত্বরা করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 সকলে মিলে যখন হামনকে এসব কথা বলছে তখন রাজার নপুংসক পরিচারকরা এসে ইষ্টেরের ভোজসভার জন্য হামনকে তাড়াতাড়ি আসতে বললেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 তারা তার সঙ্গে কথাবার্তা বলছে, এর মধ্যে রাজ নপুংসকেরা এসে ইষ্টেরের তৈরী ভোজে হামনকে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠল। অধ্যায় দেখুন |