ইষ্টের 1:15 - কিতাবুল মোকাদ্দস15 বাদশাহ্ বললেন, বষ্টী রাণী নপুংসকদের দ্বারা প্রেরিত বাদশাহ্ জারেক্সের হুকুম মানে নি, অতএব ব্যবস্থানুসারে তার প্রতি কি কর্তব্য? অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ15 তিনি জিজ্ঞাসা করলেন, “বিধান অনুসারে রানি বষ্টীর প্রতি কি করা উচিত? নপুংসকদের দ্বারা রাজা অহশ্বেরশ যে আদেশ রানিকে পাঠিয়েছিলেন তা তিনি মানেননি।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 রাজা এই রাজপুরুষদের বললেনঃ আমি সম্রাট অহশ্বেরশ, রাজমহিষী বষ্টীর কাছে আমার পরিচারকদের মাধ্যমে একটি আদেশ পাঠিয়েছিলাম কিন্তু তিনি আমার আদেশ অমান্য করেছেন। এখন আইন অনুসারে তাঁর প্রতি আমাদের কি করা উচিত? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 [রাজা কহিলেন,] বষ্টী রাণী নপুংসকদের দ্বারা প্রেরিত অহশ্বেরশ রাজার আজ্ঞা মানে নাই, অতএব ব্যবস্থানুসারে তাহার প্রতি কি কর্ত্তব্য? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 রাজা তাঁদের জিজ্ঞেস করলেন, “বিধি অনুযায়ী রাণী বষ্টীকে কি শাস্তি দেওয়া যেতে পারে? কারণ রাজা অহশ্বেরশের যে আদেশ নপুংসক ভৃত্যরা তাঁর কাছে নিয়ে গিয়েছিল তা তিনি পালন করেন নি।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী15 [রাজা বললেন,] “বষ্টী রাণী নপুংসকদের মাধ্যমে পাঠানো অহশ্বেরশ রাজার আদেশ মানে নি, অতএব আইন অনুসারে তার প্রতি কি করা উচিত?” অধ্যায় দেখুন |