ইব্রীয় 8:7 - কিতাবুল মোকাদ্দস7 কারণ ঐ প্রথম নিয়ম যদি নিখুঁত হত, তবে দ্বিতীয় এক নিয়মের প্রয়োজন হত না। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ7 কারণ প্রথম সন্ধিচুক্তির মধ্যে যদি কোনো ত্রুটি না থাকত, তাহলে অন্যটির কোনো প্রয়োজনই হত না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 প্রথম সম্বন্ধ স্থাপনের নিয়ম যদি নিখুঁত হত তাহলে সেটির পরিবর্তে দ্বিতীয় একটি সন্ধিচুক্তি স্থাপনের কোন প্রয়োজনই হত না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 কারণ ঐ প্রথম নিয়ম যদি নির্দ্দোষ হইত, তবে দ্বিতীয় এক নিয়মের অন্য স্থানের চেষ্টা করা যাইত না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 কারণ ঐ প্রথম চুক্তি যদি নিখুঁত হতো, তাহলে তার জায়গায় দ্বিতীয় চুক্তি স্থাপনের প্রয়োজন হতো না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 কারণ ঐ প্রথম নিয়ম যদি নির্দোষ হত, তবে দ্বিতীয় এক নিয়মের জন্য জায়গার চেষ্টা করা যেত না। অধ্যায় দেখুন |