ইব্রীয় 7:17 - কিতাবুল মোকাদ্দস17 কেননা তাঁর বিষয়ে এই সাক্ষ্য রয়েছে, মাল্কীসিদ্দিকের রীতি অনুসারে অনন্তকালীন ইমাম।” অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ17 কারণ ঘোষণা করা হয়েছে: “মল্কীষেদকের রীতি অনুযায়ী তুমিই চিরকালীন যাজক।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 তাঁর সম্পর্কে এই সাক্ষ্য দেওয়া হয়েছেঃ “তুমি মেলকিষেদেকের পর্যায়ে নিযুক্তচিরন্তন পুরোহিত।” অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 কেননা তিনি এই সাক্ষ্য প্রাপ্ত হইতেছেন, “তুমিই মল্কীষেদকের রীতি অনুসারে অনন্তকালীন যাজক।” অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 কারণ তাঁর বিষয়ে শাস্ত্রে একথা বলা হয়েছে: “মল্কীষেদকের মতো তুমি অনন্তকালীন যাজক।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 তাঁর বিষয়ে শাস্ত্রের সাক্ষ্য এই বলে: “তুমিই মল্কীষেদকের রীতি অনুসারে অনন্তকালীন যাজক।” অধ্যায় দেখুন |