Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইব্রীয় 2:13 - কিতাবুল মোকাদ্দস

13 আবার, “আমি তাঁরই উপরে ভরসা রাখব।” আবার, “দেখ, আমি ও সেই সন্তানেরা, যাদেরকে আল্লাহ্‌ আমায় দিয়েছেন।”

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

13 আবার, “আমি তাঁরই উপর আমার আস্থা স্থাপন করব।” তিনি আরও বলেন, “দেখো, এই আমি ও আমার সন্তানেরা, ঈশ্বর যাদের আমায় দিয়েছেন।”

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

13 তিনি আরও বলেছেনঃ “তাঁর উপরেই আমি করব নির্ভর”।আরও বলেছেনঃ “দেখ, এই আমি,আমার সঙ্গে রয়েছে সেই সন্তানেরা,ঈশ্বরর যাদের দিয়েছেন আমায়।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 আবার “আমি তাঁহারই শরণাপন্ন থাকিব।” আবার, “দেখ, আমি ও সেই সন্তানগণ, যাহাদিগকে ঈশ্বর আমায় দিয়াছেন।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 তিনি আবার বলেছেন, “আমি ঈশ্বরের ওপর নির্ভর করব।” তিনি আবার এও বলেছেন, “দেখ, এই আমি ও আমার সঙ্গে সেই সন্তানদের, ঈশ্বর আমাকে যাদের দিয়েছেন।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

13 এবং একজন ভাববাদী অন্য একটি শাস্ত্রের পদে লিখেছেন যীশু ঈশ্বরের বিষয়ে কি বলেন, “আমি তাঁর ওপর বিশ্বাস করব।” আবার, “দেখ, আমিও সেই সন্তানরা, যাদেরকে ঈশ্বর আমায় দিয়েছেন।”

অধ্যায় দেখুন কপি




ইব্রীয় 2:13
16 ক্রস রেফারেন্স  

দেখ, আল্লাহ্‌ আমার উদ্ধার; আমি সাহস করবো, ভয় পাব না; কেননা মাবুদ ইয়াহ্‌ওয়েহ্‌ আমার বল ও গান; তিনি আমার উদ্ধার হয়েছেন।


কেননা যদিও মসীহে তোমাদের দশ সহস্র পালনকর্তা থাকে, তবুও পিতা অনেক নয়; কারণ মসীহ্‌ ঈসাতে ইঞ্জিল দ্বারা আমিই তোমাদের জন্ম দিয়েছি।


আমার পিতা, যিনি তাদের আমাকে দিয়েছেন, তিনি সবচেয়ে মহান; এবং কেউই পিতার হাত থেকে কিছুই কেড়ে নিতে পারে না।


আমি মাবুদের বিষয়ে বলবো, ‘তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার আল্লাহ্‌, আমি তাঁতে নির্ভর করবো’।


ইউসুফ পিতাকে বললেন, এরা আমার পুত্র, যাদেরকে আল্লাহ্‌ এই দেশে আমাকে দিয়েছেন। তখন তিনি বললেন, আরজ করি, এদেরকে আমার কাছে আন, আমি এদেরকে দোয়া করবো।


মাবুদ আমার শৈল, আমার দুর্গ, ও আমার উদ্ধারকর্তা, আমার আল্লাহ্‌, আমার দৃঢ় শৈল, আমি তাঁর কাছে আশ্রয় নিয়েছি; আমার ঢাল, আমার নাজাতের শৃঙ্গ, আমার উচ্চদুর্গ।


মম শৈলরূপ আল্লাহ্‌, আমি তাঁর মধ্যে আশ্রয় নিই; মম ঢাল, মম উদ্ধার-শৃঙ্গ, মম উঁচু দুর্গ, মম আশ্রয়স্থান, মম ত্রাতা, জুলুম থেকে আমার নিস্তারকারী।


পরে ইস্‌ চোখ তুলে নারীদের ও বালকদেরকে দেখে জিজ্ঞাসা করলেন, এরা তোমার কে? তিনি বললেন, আল্লাহ্‌ অনুগ্রহ করে আপনার গোলামকে এসব সন্তান দিয়েছেন।


দেখ, সন্তানেরা মাবুদের দেওয়া অধিকার, গর্ভের ফল তাঁর দেওয়া পুরস্কার।


হে আল্লাহ্‌, আমাকে রক্ষা কর, কেননা আমি তোমার আশ্রয় নিয়েছি।


ও তো আল্লাহ্‌র উপরে ভরসা রাখে, এখন তিনি নিস্তার করুন, যদি ওকে চান; কেননা ও বলেছে, আমি আল্লাহ্‌র পুত্র।


তবুও তাঁকে চূর্ণ করতে মাবুদেরই মনোবাসনা ছিল; তিনি তাঁকে যাতনাগ্রস্ত করলেন, তাঁর প্রাণ যখন দোষ-কোরবানী করবে, তখন তিনি আপন বংশ দেখবেন, দীর্ঘায়ু হবেন এবং তাঁর হাতে মাবুদের মনোরথ সিদ্ধ হবে;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন