Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইব্রীয় 1:12 - কিতাবুল মোকাদ্দস

12 তুমি কাপড়ের মত সেসব গুটিয়ে রাখবে, কাপড়ের মত সেগুলোকে বদল করা হবে; কিন্তু তুমি যে, সেই আছ এবং তোমার বছরগুলো কখনও শেষ হবে না।”

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

12 পরিচ্ছদের মতো তুমি সেসব গুটিয়ে রাখবে, পরনের পোশাকের মতো সেগুলি পরিবর্তিত হবে। কিন্তু তুমি থাকবে সেই একইরকম, তোমার আয়ুর কখনও শেষ হবে না।”

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

12 পোশাকের মত সেগুলিপরিবর্তন করবে তুমি, অবলুপ্ত হবে সেই জীর্ণ বসন, কিন্তু তুমি যে সেই চিরন্তন, তোমার স্থিতি অন্তহীন।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 তুমি পরিচ্ছদের ন্যায় সে সকল জড়াইবে, বস্ত্রের ন্যায় জড়াইবে, আর সে সমস্তের পরিবর্ত্তন হইবে; কিন্তু তুমি যে, সেই আছ, এবং তোমার বৎসর সকল কখনও শেষ হইবে না।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 তুমি সেসব পোশাকের মতো গুটিয়ে রাখবে; আর পোশাকের মতো সেগুলির পরিবর্তন হবে। কিন্তু তোমার কোন পরিবর্তন হবে না, তোমার অনুগ্রহ শেষ হবে না।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 তুমি পোশাকের মত সে সব জড়াবে, পোশাকের মত জড়াবে, আর সে সবের পরিবর্তন হবে; কিন্তু তুমি যে, সেই আছ এবং তোমার বছর সব কখনও শেষ হবে না।”

অধ্যায় দেখুন কপি




ইব্রীয় 1:12
8 ক্রস রেফারেন্স  

ঈসা মসীহ্‌ গতকাল ও আজ এবং অনন্তকাল যেরকম, সেই রকমই আছেন।


সমস্ত উত্তম দান এবং সমস্ত সিদ্ধ বর উপর থেকে আসে, জ্যোতির্মণ্ডলের সেই পিতা থেকে নেমে আসে, যাঁতে কোনও পরিবর্তন নেই কিংবা তিনি ছায়ার মত বদলে যান না।


ঈসা তাঁদেরকে বললেন, সত্যি, সত্যি, আমি তোমাদেরকে বলছি, ইব্রাহিমের জন্মের আগে থেকেই আমি আছি।


কেননা হাজার বছর তোমার দৃষ্টিতে যেন গতকাল, তা তো চলে গেছে, আর যেন রাতের এক প্রহর মাত্র।


আল্লাহ্‌ মূসাকে বললেন, “আমি যে আছি, সেই আছি;” আরও বললেন, বনি-ইসরাইলদের এরকম বলো, “আছি” তোমাদের কাছে আমাকে প্রেরণ করেছেন।


দেখুন আল্লাহ্‌ মহান, আমরা তাঁকে জানি না; তাঁর বর্ষ-সংখ্যার সন্ধান পাওয়া যায় না।


ভেড়ার রাখালের তাঁবুর মত আমার আবাস উঠিয়ে আমার কাছ থেকে নিয়ে নেওয় হল; আমি তন্তুবায়ের মত আমার আয়ু গুটালাম; তিনি তাঁত থেকে আমাকে কেটে ফেললেন; তুমি এক দিবারাত্রের মধ্যে আমাকে শেষ করলে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন