ইফিষীয় 6:6 - কিতাবুল মোকাদ্দস6 যখন মালিকদের চোখের সম্মুখে আছ মাত্র তখন নয়, এমন কি, তাদের তুষ্ট করার জন্যও নয়, বরং মসীহের গোলামের মত প্রাণের সঙ্গে আল্লাহ্র ইচ্ছা পালন করছো বলে তা করো। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ6 তাদের আদেশ পালন করো, কেবলমাত্র তাদের দৃষ্টি যখন তোমাদের প্রতি থাকে, তখন তাদের অনুগ্রহ লাভের জন্য নয়, কিন্তু খ্রীষ্টের ক্রীতদাসদের মতো, অন্তর দিয়ে যেন তোমরা ঈশ্বরের ইচ্ছা পালন করছ, সেভাবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 স্বার্থসিদ্ধির জন্য লোক দেখানো সেবায় যারা মানুষকে তুষ্ট করতে চায় তাদের মত নয় কিন্তু খ্রীষ্টের দাসরূপে সর্বান্তঃকরণে ঈশ্বরের ইচ্ছা পালন কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 মনুষ্যের তুষ্টিকরের ন্যায় চাক্ষুষ সেবা না করিয়া, বরং খ্রীষ্টের দাসের ন্যায় প্রাণের সহিত ঈশ্বরের ইচ্ছা পালন করিতেছ বলিয়া, মনুষ্যের সেবা নয়, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 মানুষের অনুমোদনের জন্য কেবল তাদের চোখের সামনে যে তাদের সেবা করবে তা নয়, বরং খ্রীষ্টের ক্রীতদাসের মতো কাজ করো যে ক্রীতদাসরা ঈশ্বরের ইচ্ছা আন্তরিকভাবে পালন করছে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী6 মানুষের সন্তুষ্ট করার মত সেবা না করে, বরং খ্রীষ্টের দাসের মত প্রাণের সাথে ঈশ্বরের ইচ্ছা পালন করছ বলে, মানুষের সেবা নয়, অধ্যায় দেখুন |