ইফিষীয় 4:13 - কিতাবুল মোকাদ্দস13 যেন আমরা সকলে আল্লাহ্র পুত্র বিষয়ক ঈমান ও তত্ত্ব জ্ঞানের ঐক্য পর্যন্ত পৌঁছাতে পারি, আর মসীহের পূর্ণতার পূর্ণমাত্রা অনুযায়ী পরিপক্ক লোক হতে পারি। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ13 যতদিন না আমরা সবাই ঈশ্বরের পুত্রের জ্ঞান ও বিশ্বাসের ঐক্যে উপনীত হতে পারি ও পরিণত হই এবং খ্রীষ্টের সকল পূর্ণতা অর্জন করতে পারি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 যেন আমরা ক্রমশঃ বিশ্বাস ও ঈশ্বরের পুত্র সম্পর্কিত জ্ঞানের ঐক্যে পৌঁছাতে পারি যে ঐক্য আমাদের বিশ্বাসের সঙ্গে দৃঢ়ভাবে সংবদ্ধ। তাহলে খ্রীষ্টের পরমোৎকর্ষের নিরিখে আমাদের মনুষ্যত্বের পূর্ণতম বিকাশ ঘটবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 যাবৎ আমরা সকলে ঈশ্বরের পুত্র বিষয়ক বিশ্বাসের ও তত্ত্বজ্ঞানের ঐক্য পর্য্যন্ত, সিদ্ধ পুরুষের অবস্থা পর্য্যন্ত, খ্রীষ্টের পূর্ণতার আকারের পরিমাণ পর্য্যন্ত, অগ্রসর না হই; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 যে পর্যন্ত না আমরা ঈশ্বরের পুত্রের বিষয়ে একই বিশ্বাস ও তত্ত্বজ্ঞানে সুষ্ঠভাবে যুক্ত হব, সেই পর্যন্ত এই কাজ চলতে থাকবে। আমাদের পরিণত মানুষের মতো হতে হবে। আমরা ততদিন বৃদ্ধি পেতে থাকব যে পর্যন্ত না খ্রীষ্টের মত হই ও তাঁর মত সম্পূর্ণ সিদ্ধ হই। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 যতক্ষণ না আমরা সবাই ঈশ্বরের পুত্রের বিষয়ক বিশ্বাসের ও তত্ত্বজ্ঞানের ঐক্য পর্যন্ত, সিদ্ধ পুরুষের অবস্থা পর্যন্ত, খ্রীষ্টের পূর্ণতার আকারের পরিমাণ পর্যন্ত, না পৌঁছাই; অধ্যায় দেখুন |