ইফিষীয় 1:17 - কিতাবুল মোকাদ্দস17 মুনাজাত করি, যেন আমাদের ঈসা মসীহের আল্লাহ্, মহিমার পিতা, তাঁর প্রজ্ঞার ও প্রত্যাদেশের রূহ্ তোমাদের দান করেন, যাতে তোমরা তাঁকে জানতে পার; অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ17 আমি অবিরত মিনতি করি, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর, গৌরবময় পিতা, তোমাদের প্রজ্ঞা ও প্রত্যাদেশের আত্মা দান করুন, যেন তোমরা তাঁর পরিচয় অনেক বেশি জানতে পারো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 আমার বিনতি, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর মহামহিম পিতা তোমাদের প্রজ্ঞা ও নিগূঢ়তত্ত্ব উপলব্ধির আত্মিক বর দান করুন যেন তাঁর সম্বন্ধে তোমরা সম্যক জ্ঞান লাভ কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 যেন আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর, প্রতাপের পিতা, আপনার তত্ত্বজ্ঞানে জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা তোমাদিগকে দেন; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 আমি ঈশ্বরের কাছে তোমাদের জন্য নিরন্তর প্রার্থনা করছি যেন, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মহিমাময় পিতা তোমাদের সেই আত্মা দেন, যা তোমাদের বিজ্ঞ করবে এবং ঈশ্বরকে তোমাদের কাছে প্রকাশ করবে যাতে তোমরা তাঁকে ভালভাবে জানতে পার। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 যেন আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর, মহিমার পিতা, নিজের বিজ্ঞতায় জ্ঞানের ও প্রেরণার আত্মা তোমাদেরকে দেন; অধ্যায় দেখুন |
আপনার রাজ্যের মধ্যে এক জন ব্যক্তি আছেন, তাঁর অন্তরে পবিত্র দেবতাদের রূহ্ আছেন; আপনার পিতার সময়ে তাঁর মধ্যে আলো, বুদ্ধিকৌশল ও দেবতাদের জ্ঞানের মত জ্ঞান পরিলক্ষিত হয়েছিল এবং আপনার পিতা বাদশাহ্ বখতে-নাসার, হ্যাঁ, বাদশাহ্, আপনার পিতা তাঁকে মন্ত্রবেত্তাদের, গণকদের, কল্দীয়দের ও জ্যোতির্বেত্তাদের প্রধান করে নিযুক্ত করেছিলেন;