আমোষ 7:4 - কিতাবুল মোকাদ্দস4 সার্বভৌম মাবুদ আমাকে এরকম দেখালেন; দেখ, সার্বভৌম মাবুদ বিবাদের জন্য আগুনকে আহ্বান করলেন, আর সে মহাজলধিকে গ্রাস করে ভূমি গ্রাস করতে লাগল। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ4 সার্বভৌম সদাপ্রভু আমাকে এই জিনিস দেখালেন: সার্বভৌম সদাপ্রভু আগুনের দ্বারা বিচার আহ্বান করলেন; তা মহা জলধিকে শুকিয়ে ফেলল ও ভূমি গ্রাস করল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 সর্বাধিপতি প্রভু পরমেশ্বর আমাকে আর একটি দৃশ্য দেখালেনঃ প্রভু দণ্ডবিধানের জন্য অগ্নিকে আহ্বান করলেন এবং সেই অগ্নি মহাজলধিকে গ্রাস করার পর ভূখণ্ডকে গ্রাস করতে উদ্যত হল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 প্রভু সদাপ্রভু আমাকে এইরূপ দেখাইলেন; দেখ, প্রভু সদাপ্রভু বিবাদ জন্য অগ্নিকে আহ্বান করিলেন, আর সে মহাজলধিকে গ্রাস করিয়া ভূমি গ্রাস করিতে লাগিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 প্রভু আমার সদাপ্রভু এই বিষয়গুলি আমাকে দেখালেন: আমি দেখলাম প্রভু ঈশ্বর বিচারের জন্য আগুনকে ডাকছেন। সেই আগুন গভীর সাগরকে ধ্বংস করেছিল এবং ভূমিকেও গ্রাস করতে শুরু করেছিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 প্রভু সদাপ্রভু এই আমাকে দেখালেন, দেখ, প্রভু সদাপ্রভু আগুন ডাকলেন বিচারের জন্য। এটা বিশাল গভীর জলরাশিকে শুকনো করতে পারে এবং ভূমিকেও গ্রাস করতে পারে। অধ্যায় দেখুন |