আমোষ 5:23 - কিতাবুল মোকাদ্দস23 আমার কাছ থেকে তোমার সঙ্গীতের শোরগোল দূর কর, আমি তোমার নেবল-যন্ত্রের বাদ্য শোনব না। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ23 তোমাদের গানবাজনার শব্দ দূর করো! আমি তোমাদের বীণার ঝংকার শুনতে চাই না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)23 আমার সম্মুখ থেকে দূর কর তোমাদের সঙ্গীতের কোলাহল, শুনতে চাই না আমি তোমাদের ঐ বীণার ঝঙ্কার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)23 আমার নিকট হইতে তোমার গানের গোল দূর কর, আমি তোমার নেবল-যন্ত্রের বাদ্য শুনিব না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল23 তোমাদের চিৎকার করা গানগুলো এখান থেকে নিয়ে যাও। আমি তোমাদের বীণার সুরও শুনতে চাই না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী23 আমার কাছ থেকে তোমাদের গানের শব্দ দূর কর; আমি তোমাদের বীণার আওয়াজ শুনবো না। অধ্যায় দেখুন |