আমোষ 5:20 - কিতাবুল মোকাদ্দস20 মাবুদের দিন কি আলো, অন্ধকার কি নয়? তা কি ঘোর অন্ধকার নয়, তাতে কি আলো থাকবে? অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ20 সদাপ্রভুর দিন কি আলো, তা অন্ধকার কি হবে না— তা হবে গাঢ় অন্ধকার, আলোর রেশও কি কোথাও থাকবে? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 প্রভুর দিন সত্যই অন্ধকারময়–আলেআকদীপ্ত নয়, নিবিড় অন্ধকারে ঢাকা, লেশমাত্র আলো নেই তার মাঝে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 সদাপ্রভুর দিন কি আলোক, অন্ধকার কি নয়? তাহা কি ঘোর অন্ধকার নয়, তাহাতে কি দীপ্তি থাকিবে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল20 প্রভুর বিশেষ দিনটি দুঃখের হবে, আনন্দের নয়! অন্ধকারের দিন হবে, আলোর নয়-তা নৈরাশ্যের দিন হবে, মিটমিটে আলোও সেখানে থাকবে না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী20 সদাপ্রভুর দিন কি অন্ধকার এবং আলোহীন হবে না? ঘোর অন্ধকার এবং দীপ্তি হীন কি হবে না? অধ্যায় দেখুন |