আদিপুস্তক 7:17 - কিতাবুল মোকাদ্দস17 আর চল্লিশ দিন পর্যন্ত দুনিয়াতে বন্যা হল; তাতে পানি বৃদ্ধি পেয়ে জাহাজ ভাসালে তা মাটি ছেড়ে উপরে ভেসে উঠলো। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ17 চল্লিশ দিন ধরে পৃথিবীতে বন্যা হল, আর যেমন যেমন জল বেড়েছিল, তেমন তেমন জাহাজটিকে সেই জল ভূতল থেকে উঁচুতে তুলে ধরেছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 চল্লিশ দিন অবিরত বর্ষণে পৃথিবী প্লাবিত হল। জল বেড়ে যাওয়ার ফলে জাহাজটি মাটি ছেড়ে অনেক উপরে ভেসে উঠল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 আর চল্লিশ দিন পর্য্যন্ত পৃথিবীতে জলপ্লাবন হইল, তাহাতে জল বৃদ্ধি পাইয়া জাহাজ ভাসাইলে তাহা মৃত্তিকা ছাড়িয়া উঠিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 পৃথিবীতে 40 দিন ধরে বন্যা চলল। জলের মাত্রা ক্রমশঃ উঁচু হতে লাগল আর সেই নৌকো মাটি ছেড়ে জলের উপরে ভাসতে থাকলো। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 আর চল্লিশ দিন পর্যন্ত পৃথিবীতে বন্যা হল, তাতে জল বৃদ্ধি পেয়ে জাহাজ ভাসালে তা মাটি ছেড়ে উঠল। অধ্যায় দেখুন |