আদিপুস্তক 50:23 - কিতাবুল মোকাদ্দস23 ইউসুফ আফরাহীমের পৌত্র পর্যন্ত দেখলেন; মানশার মাখীর নামক পুত্রের শিশু সন্তানেরাও ইউসুফের কোলে ভূমিষ্ঠ হল। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ23 এবং ইফ্রয়িমের সন্তানদের তৃতীয় প্রজন্মকে স্বচক্ষে দেখলেন। এছাড়াও মনঃশির ছেলে মাখীরের সন্তানদেরও জন্মের সময় যোষেফের কোলেই রাখা হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)23 যোষেফের বয়স হয়েছিল একশো দশ বছর। তিনি ইফ্রয়িমের পৌত্রদেরও দেখেছিলেন। মনঃশির পুত্র মাখিরের সন্তানেরাও যোষেফের বংশধররূপে পরিগণিত হল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)23 যোষেফ ইফ্রয়িমের পৌত্র পর্য্যন্ত দেখিলেন; মনঃশির মাখীর নামক পুত্রের শিশুসন্তানেরাও যোষেফের ক্রোড়ে ভূমিষ্ঠ হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল23 যোষেফের জীবনকালেই যোষেফ এও দেখলেন যে তাঁর পুত্র মনঃশির মাখীর নামে একটি পুত্র হল। যোষেফের জীবনকালেই মাখীরের পুত্ররা জন্মাল এবং যোষেফ তাও দেখে যেতে পারলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী23 যোষেফ ইফ্রয়িমের নাতি পর্যন্ত দেখলেন; মনঃশির মাখীর নামক ছেলের ছেলেমেয়েরাও যোষেফের কোলে জন্ম নিল। অধ্যায় দেখুন |