Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 49:26 - কিতাবুল মোকাদ্দস

26 আমার পূর্বপুরুষদের দোয়ার চেয়ে তোমার পিতার দোয়া উৎকৃষ্ট। তা চিরন্তন পাহাড়গুলোর সীমা পর্যন্ত প্রসারিত; তা বর্তাবে ইউসুফের মাথায়, ভাইদের থেকে যিনি পৃথক হয়েছিলেন তাঁর মাথার তালুতে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

26 তোমার পৈত্রিক আশীর্বাদগুলি সেই প্রাচীন পাহাড়-পর্বতের আশীর্বাদগুলির চেয়েও মহত্তর, শতাব্দী-প্রাচীন পাহাড়গুলির দানশীলতার চেয়েও মহত্তর। এসব কিছু যোষেফের মাথায় স্থির হোক, তার দাদা-ভাইদের মধ্যে যে নায়ক, তার ললাটে গিয়ে পড়ুক।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

26 তোমার পিতার আশীর্বাদ শাশ্বত গিরিশ্রেণীর আশিসের চেয়ে, চিরস্থায়ী পর্বতমালার সম্পদের চেয়েও শ্রেয়। সে সবই বর্ষিত হবে যোষেফের শিরে ভ্রাতৃগণের মধ্যে পৃথক ভাবে উৎসর্গিত যে তারই ললাটে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

26 আমার পিতৃপুরুষদের আশীর্ব্বাদ অপেক্ষা তোমার পিতার আশীর্ব্বাদ উৎকৃষ্ট। তাহা চিরন্তন গিরিমালার সীমা পর্য্যন্ত ব্যাপ্ত; তাহা বর্ত্তিবে যোষেফের মস্তকে, ভ্রাতৃগণ হইতে পৃথক্‌কৃতের মস্তকের তালুতে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

26 আমার পূর্বপুরুষরা অনেক আশীর্বাদ ভোগ করেছেন। কিন্তু তোমার পিতা আমি আরও বেশী আশীর্বাদ পেয়েছি। তোমার ভাইরা তোমায় সব কিছু থেকে বঞ্চিত করল; কিন্তু এখন আমি পর্বতের সমান উঁচু আশীর্বাদ তোমার মাথায় রাশিকৃত করলাম।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

26 আমার পূর্বপুরুষদের আশীর্বাদ অপেক্ষা তোমার পিতামহর আশীর্বাদের থেকে উৎকৃষ্ট। তা চিরন্তন গিরিমালার সীমা পর্যন্ত ব্যাপ্ত; তা আসবে যোষেফের মাথায়, ভাইদের থেকে পৃথককৃতের মাথার তালুতে।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 49:26
18 ক্রস রেফারেন্স  

তিনি থামলেন এবং দুনিয়াকে নাড়ালেন, তিনি দৃষ্টিপাত করলেন এবং জাতিদেরকে কাঁপিয়ে তুললেন; সনাতন পর্বতগুলো খণ্ড-বিখণ্ড হল, চিরন্তন পাহাড়গুলো নত হল; অনাদিকাল থেকে তাঁর গতি।


আমি পর্বতমালার মূল পর্যন্ত নেমে গেলাম; আমার পিছনে দুনিয়ার অর্গলগুলো চিরতরে বন্ধ হল; তবুও, হে আমার আল্লাহ্‌ মাবুদ, তুমি আমার প্রাণকে কূপ থেকে উঠালে।


তোমরা যারা মাবুদের কালামে কেঁপে উঠ, তোমরা তাঁর কালাম শোন; তোমাদের যে ভাইয়েরা তোমাদেরকে ঘৃণা করে, আমার নামের দরুন তোমাদেরকে বের করে দেয়, তারা বলেছে, মাবুদ মহিমান্বিত হোন, যেন আমরা তোমাদের আনন্দ দেখতে পাই; কিন্তু ওরাই লজ্জিত হবে।


বস্তুত পর্বতমালা সরে যাবে, উপ-পর্বতগুলো টলবে; কিন্তু আমার অটল মহব্বত তোমার কাছ থেকে সরে যাবে না এবং আমার শান্তি-নিয়ম টলবে না; যিনি তোমার প্রতি অনুকম্পা করেন, সেই মাবুদ এই কথা বলেন।


আমি তার দুশমনদেরকে লজ্জা-পরিহিত করবো; কিন্তু তার মাথায় মুকুট শোভা পাবে।


তার বংশ চিরকাল থাকবে, তার সিংহাসন আমার সাক্ষাতে সূর্যের মত হবে।


তুমি বনি-ইসরাইলকে বল, কোন পুরুষ কিংবা স্ত্রীলোক মাবুদের উদ্দেশে পৃথকীকৃত হবার জন্য যখন বিশেষ ব্রত, নাসরীয় ব্রত পালন করবে,


পরে মাদিয়ানীয় বণিকেরা কাছে আসলে ওরা ইউসুফকে গর্ত থেকে টেনে তুললো এবং বিশটি রূপার মুদ্রার বিনিময়ে সেই ইসমাইলীয়দের কাছে ইউসুফকে বিক্রি করলো; আর তারা ইউসুফকে মিসর দেশে নিয়ে গেল।


ধন্য আমাদের ঈসা মসীহের আল্লাহ্‌ ও পিতা, যিনি আমাদের সমস্ত রূহানিক দোয়ায় বেহেশতী স্থানে মসীহে দোয়া করেছেন;


আর পিতৃকুলপতিরা ইউসুফের প্রতি ঈর্ষা করে তাঁকে বিক্রি করলে তিনি মিসরে নীত হন।


এতে তার ভাইয়েরা তাকে বললো, তুই কি সত্যিই আমাদের বাদশাহ্‌ হবি? আমাদের উপরে সত্যি কর্তৃত্ব করবি? ফলে তারা তার স্বপ্ন ও তার কথার জন্য তাকে আরও হিংসা করতে লাগল।


বিন্‌ইয়ামীন হিংস্র নেকড়ের মত; সকালে সে শিকারের পশু খাবে, সন্ধ্যাকালে সে লুণ্ঠিত দ্রব্য ভাগ করবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন