আদিপুস্তক 49:23 - কিতাবুল মোকাদ্দস23 তীরন্দাজেরা তাকে কঠোর কষ্ট দিয়েছিল, তীরের আঘাতে তাকে উৎপীড়ন করেছিল; অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ23 তিক্ততা সমেত তিরন্দাজরা তাকে আক্রমণ করেছিল; শত্রুতা দেখিয়ে তারা তার দিকে তির ছুঁড়েছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)23 তীরন্দাজদের নিষ্ঠুর আক্রমণের লক্ষ্য হল সে শরাঘাতে হল জর্জরিত অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)23 ধনুর্দ্ধরেরা তাহাকে কঠোর ক্লেশ দিয়াছিল, বাণাঘাতে তাহাকে উৎপীড়ন করিয়াছিল; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল23 অনেক লোক তার বিরোধিতা করেছে এবং তার সঙ্গে যুদ্ধ করেছে। ধনুকধারীরা তার শত্রু হয়েছে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী23 ধনুকধারীরা তাকে কঠিন কষ্ট দিয়েছিল, বাণের আঘাতে তাকে উৎপীড়ন করেছিল; অধ্যায় দেখুন |