আদিপুস্তক 49:22 - কিতাবুল মোকাদ্দস22 ইউসুফ ফলবান তরুশাখা, পানির কিনারার পার্শ্বস্থিত ফলবান তরুশাখা; তার সমস্ত শাখা প্রাচীর অতিক্রম করে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ22 “যোষেফ এক ফলবান দ্রাক্ষালতা, এক নির্ঝরিণীর কাছে স্থিত এক ফলবান দ্রাক্ষালতা, যার শাখাপ্রশাখাগুলি এক দেয়াল বেয়ে ওঠে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 যোষেফ ঝর্ণার ধারে ফলন্ত বৃক্ষ, প্রাচীর ডিঙিয়ে যায় তার শাখাগুলি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 যোষেফ ফলবান্ তরু-পল্লব, জলপ্রবাহের পার্শ্বস্থিত ফলবান্ তরু পল্লব; তাহার শাখা সকল প্রাচীর অতিক্রম করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 “যোষেফ বন্য গাধার মতো, সে ফলে ঢাকা লতার মতো, বসন্তে বেড়ে ওঠা শাখার মতো, বেড়ার গায়ে বেড়ে ওঠা লতার মতো। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 যোষেফ ফলবান গাছের শাখা, জলপ্রবাহের পাশে অবস্থিত ফলবান গাছের শাখা; তার শাখা সকল পাঁচিল অতিক্রম করে। অধ্যায় দেখুন |