আদিপুস্তক 47:18 - কিতাবুল মোকাদ্দস18 আর সেই বছর গত হলে দ্বিতীয় বছরে তারা তাঁর কাছে এসে বললো, আমরা মালিকের কাছে কিছু গোপন করবো না; আমাদের সমস্ত টাকা শেষ হয়ে গেছে এবং পশুধনও মালিকেরই হয়েছে; এখন মালিককে দেবার জন্য আর কিছুই অবশিষ্ট নেই, কেবল আমাদের শরীর ও ভূমি রয়েছে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ18 যখন সেই বছরটি শেষ হল, পরের বছরও তারা তাঁর কাছে এসে বলল, “আমরা এই তথ্যটি আমাদের প্রভুর কাছে লুকিয়ে রাখতে পারছি না যে যেহেতু আমাদের অর্থ ফুরিয়ে গিয়েছে এবং আমাদের গৃহপালিত পশুপালও আপনারই হয়ে গিয়েছে, এখন আমাদের প্রভুর জন্য আমাদের শরীর ও আমাদের জমিজায়গা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 সে বছরটি এমনি করেই কেটে গেল। কিন্তু তার পরের বছর তারা আবার যোষেফের কাছে এসে বলল, মহাশয়, আপনার কাছে গোপন করার কিছু নেই, আমাদের টাকাপয়সা সব ফুরিয়ে গেছে, আমাদের পশুপালও আপনার হয়েছে। আমাদের দৈহিক শক্তি ও জমিজমা ছাড়া এখন আপনাকে দেওয়ার মত কিছু আমাদের নেই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 আর সেই বৎসর অতীত হইলে দ্বিতীয় বৎসরে তাহারা তাঁহার নিকটে আসিয়া কহিল, আমরা প্রভু হইতে কিছু গোপন করিব না; আমাদের সমস্ত রৌপ্য শেষ হইয়া গিয়াছে, এবং পশুধনও প্রভুরই হইয়াছে; এখন প্রভুর সাক্ষাতে আর কিছুই অবশিষ্ট নাই, কেবল আমাদের শরীর ও ভূমি রহিয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 কিন্তু পরের বছরে লোকদের খাবার কেনার জন্য পশু এবং অন্য কিছু ছিল না। তাই লোকরা যোষেফের কাছে গিয়ে বলল, “আপনি জানেন আমাদের কাছে আর কোন অর্থ নেই। আর আমাদের সব পশুও এখন আপনারই। সুতরাং আপনি যা দেখছেন আমাদের সেই দেহ ও আমাদের জমি ছাড়া আমাদের কাছে আর কিছুই নেই। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 আর সেই বছর চলে গেলে দ্বিতীয় বছরে তারা তাঁর কাছে এসে বলল, “আমরা প্রভু থেকে কিছু গোপন করব না; আমাদের সমস্ত রূপা শেষ হয়ে গিয়েছে এবং পশুধনও প্রভুরই হয়েছে; এখন প্রভুর সামনে আর কিছুই বাকি নেই, শুধু আমাদের শরীর ও জমি আছে। অধ্যায় দেখুন |