Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 43:2 - কিতাবুল মোকাদ্দস

2 আর তাঁরা মিসর দেশ থেকে যে শস্য এনেছিলেন, সেই সমস্ত খাওয়া শেষ হলে তাঁদের পিতা তাঁদেরকে বললেন, তোমরা আবার যাও, আমাদের জন্য কিছু খাদ্যশস্য ক্রয় করে আন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

2 অতএব যখন তাঁরা মিশর থেকে আনা সব খাদ্যশস্য খেয়ে ফেললেন, তখন তাঁদের বাবা তাঁদের বললেন, “তোমরা ফিরে যাও ও আমাদের জন্য আরও কিছু খাদ্যশস্য কিনে আনো।”

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

2 মিশর থেকে তারা যে খাদ্যশস্য নিয়ে এসেছিল সব ফুরিয়ে যাওয়ার পর যাকোব তাদের বললেন, তোমরা গিয়ে আরও কিছু খাদ্যশস্য কিনে আন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 আর তাঁহারা মিসর হইতে যে শস্য আনিয়াছিলেন, সে সমস্ত ভক্ষিত হইলে তাঁহাদের পিতা তাঁহাদিগকে কহিলেন, তোমরা আবার যাও, আমাদের জন্য কিছু ভক্ষ্য কিনিয়া আন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 মিশর থেকে আনা সব শস্যই লোকরা খেয়ে শেষ করে ফেলল। যখন সেইসব শস্য শেষ হল, যাকোব তার দুটি পুত্রকে বলল, “মিশরে গিয়ে খাবার জন্য আরও শস্য কিনে আনো।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 আর তাঁরা মিশর থেকে যে শস্য এনেছিলেন, সে সমস্ত খাওয়া হয়ে গেলে তাঁদের বাবা তাঁদেরকে বললেন, “তোমরা আবার যাও, আমাদের জন্য কিছু খাবার কিনে আন।”

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 43:2
11 ক্রস রেফারেন্স  

কিন্তু কেউ যদি নিজের সম্পর্কীয় লোকদের বিশেষত নিজের আত্মীয়-পরিজনের দেখাশোনা না করে, তা হলে সে ঈমান অস্বীকার করেছে এবং অ-ঈমানদারদের চেয়ে অধম হয়েছে।


তিনি ভূমির বিষয়ে সঙ্কল্প করে তা ক্রয় করেন, নিজের হাতের ফল দিয়ে আঙ্গুরের বাগান প্রস্তুত করেন।


বিনাশের আগে অহঙ্কার, পতনের আগে মনের গর্ব।


মাবুদের ভয়ের সঙ্গে অল্পও ভাল, তবু উদ্বেগের সঙ্গে প্রচুর ধন ভাল নয়।


বললেন, হুজুর, আমরা আগে খাদ্যশস্য কিনতে এসেছিলাম;


যদি তুমি আমাদের সঙ্গে আমাদের ভাইকে পাঠাও, তবে আমরা গিয়ে তোমার জন্য খাদ্যশস্য ক্রয় করে আনবো।


তখন দেশে ভীষণ দুর্ভিক্ষ চলছিলো।


তখন এহুদা তাঁকে বললেন, সেই ব্যক্তি দৃঢ় প্রতিজ্ঞা করে আমাদেরকে বলেছেন, তোমাদের ভাই তোমাদের সঙ্গে না আসলে তোমরা আমার মুখ দেখতে পাবে না।


পরে আমাদের পিতা বললেন, তোমরা আবার যাও, আমাদের জন্য কিছু খাদ্যশস্য ক্রয় করে আন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন