আদিপুস্তক 43:16 - কিতাবুল মোকাদ্দস16 ইউসুফ তাঁদের সঙ্গে বিন্ইয়ামীনকে দেখে নিজের বাড়ির তত্ত্বাবধায়ককে বললেন, এই কয়েকজন লোককে বাড়ির ভিতরে নিয়ে যাও, আর পশু মেরে আয়োজন করো; কেননা এরা মধ্যাহ্নে আমার সঙ্গে আহার করবে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ16 যোষেফ যখন বিন্যামীনকে তাঁদের সঙ্গে দেখতে পেলেন, তখন তিনি তাঁর বাড়ির গোমস্তাকে বললেন, “এদের আমার বাড়িতে নিয়ে যাও, একটি পশু বধ করো এবং ভোজের আয়োজন করো, দুপুরবেলায় এরা আমাদের সঙ্গে ভোজনপান করবে।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 যোষেফ তাদের সঙ্গে বিন্যামীনকে দেখে তাঁর দেওয়ানকে বললেন, এই লোকগুলিকে বাড়ির ভিতরে নিয়ে যাও এবং একটি পশু মেরে ভোজের আয়োজন কর। এরা দুপুরে আমার সঙ্গে খাবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 যোষেফ তাঁহাদের সঙ্গে বিন্যামীনকে দেখিয়া আপন গৃহাধ্যক্ষকে কহিলেন, এই কয়েকটী লোককে বাটীর ভিতরে লইয়া যাও, আর পশু মারিয়া আয়োজন কর; কেননা ইহারা মধ্যাহ্নে আমার সঙ্গে আহার করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 মিশরে যোষেফ বিন্যামীনকে তার ভাইদের সঙ্গে দেখতে পেয়ে ভৃত্যদের বললেন, “ঐ লোকদের আমার বাড়ী নিয়ে এস। পশু মেরে রান্না কর। এই লোকরা আজ দুপুরে আমার সঙ্গে খাবে।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী16 যোষেফ তাদের সঙ্গে বিন্যামীনকে দেখে নিজের বাড়ির পরিচারককে বললেন, “এই কজন লোককে বাড়ির ভিতরে নিয়ে যাও, আর পশু মেরে খাবার তৈরী কর; কারণ এরা দুপুরে আমার সঙ্গে খাবে।” অধ্যায় দেখুন |