আদিপুস্তক 41:20 - কিতাবুল মোকাদ্দস20 আর এই কৃশ ও বিশ্রী গাভীরা সেই আগের হৃষ্টপুষ্ট সাতটা গাভীকে খেয়ে ফেললো। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ20 সেই কৃষকায়, কুৎসিত গরুগুলি সেই সাতটি হৃষ্টপুষ্ট গরুকে খেয়ে ফেলল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 রোগা গাভী মোটাসোটা গাভীগুলিকে খেয়ে ফেলল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 আর এই কৃশ ও বিশ্রী গাভীরা সেই পূর্ব্বের হৃষ্টপুষ্ট সাতটা গাভীকে খাইয়া ফেলিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল20 তারপর রোগা অসুস্থ গরুগুলো প্রথমে আসা হৃষ্টপুষ্ট গরুগুলোকে খেয়ে ফেলল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী20 আর এই রোগা ও বিশ্রী গরুরা সেই আগের মোটাসোটা সাতটি গরুকে খেয়ে ফেলল। অধ্যায় দেখুন |