Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 40:2 - কিতাবুল মোকাদ্দস

2 তাতে ফেরাউন তাঁর সেই দুই কর্মচারীর প্রতি, ঐ প্রধান পানপাত্র-বাহক ও প্রধান খাদ্য-প্রস্তুতকারকের প্রতি ক্রুদ্ধ হলেন,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

2 ফরৌণ তাঁর সেই দুই কর্মকর্তার, প্রধান পানপাত্র বহনকারী ও প্রধান রুটিওয়ালার প্রতি ক্রুদ্ধ হলেন,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

2 মিশররাজের বিরুদ্ধে অপরাধ করল। ফারাও তাঁর এই দুইজন কর্মচারী প্রধান খানসামা ও প্রধান পাচকের উপর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 তাহাতে ফরৌণ আপনার সেই দুই কর্ম্মচারীর প্রতি, ঐ প্রধান পানপাত্রবাহকের ও প্রধান মোদকের প্রতি, ক্রুদ্ধ হইলেন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 ফরৌণ প্রধান রুটিওয়ালা ও দ্রাক্ষারস পরিবেশনকারীর উপর ক্রুদ্ধ হয়েছিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 তাতে ফরৌণ নিজের সেই দুই কর্মচারীর প্রতি, ঐ প্রধান পাত্রবাহকের ও প্রধান রুটিওয়ালা প্রতি প্রচণ্ড রেগে গেলেন

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 40:2
11 ক্রস রেফারেন্স  

বাদশাহ্‌র ক্রোধ মৃত্যুর দূতদের মত; কিন্তু জ্ঞানবান লোক তা শান্ত করে।


আর তিনি টায়ার ও সীডনের লোকদের উপরে বড়ই রাগান্বিত হয়েছিলেন, কিন্তু তারা একমত হয়ে তাঁর কাছে আসলো এবং বাদশাহ্‌র শয়নাগারের নেতা ব্লাস্তকে সপক্ষ করে সন্ধি যাচ্ঞা করলো, কারণ বাদশাহ্‌র দেশ থেকে তাদের দেশে খাদ্য সামগ্রী আসত।


ক্রোধ নিষ্ঠুর ও কোপ বন্যার মত, কিন্তু অন্তর্জ্বালার কাছে কে দাঁড়াতে পারে?


অতি ক্রুদ্ধ লোক দণ্ড পাবে; তাকে যদি উদ্ধার কর, তা আবার করতে হবে।


বাদশাহ্‌র ক্রোধ সিংহের হুঙ্কারের মত; কিন্তু তাঁর অনুগ্রহ ঘাসের উপরিস্থ শিশিরের মত।


অবশ্য, মানুষের ক্রোধ তোমার প্রশংসা করবে; তুমি ক্রোধের অবশেষ দ্বারা তোমার চারপাশ বাঁধবে।


আঙ্গুর-ক্ষেতগুলোর নেতা ছিলেন রামাথীয় শিমিয়ি; এবং আঙ্গুরক্ষেতস্থ আঙ্গুর-রসের ভাণ্ডারের নেতা ছিলেন শিফমীয় সব্দি।


ঐ সকল ঘটনার পরে মিসরের বাদশাহ্‌র পানপাত্র-বাহক ও প্রধান খাদ্যপ্রস্তুতকারক তাদের মালিক মিসরের বাদশাহ্‌র বিরুদ্ধে অপরাধ করলো।


তিনি প্রধান পানপাত্র-বাহককে তার নিজের পদে পুনর্বার নিযুক্ত করলেন, তাতে সে ফেরাউনের হাতে পানপাত্র দিতে লাগল;


কিন্তু প্রধান পানপাত্র-বাহক ইউসুফের কথা স্মরণে রাখল না, ভুলে গেল।


ফেরাউন তাঁর দুই গোলামের প্রতি, আমার ও প্রধান খাদ্যপ্রস্তুতকারকের প্রতি ক্রোধান্বিত হয়ে আমাদেরকে রক্ষক সেনাপতির বাড়িতে কারাগারে আটক করে রেখেছিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন