Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 4:9 - কিতাবুল মোকাদ্দস

9 পরে মাবুদ কাবিলকে বললেন, তোমার ভাই হাবিল কোথায়? সে জবাব দিল, আমি জানি না; আমার ভাইয়ের রক্ষক কি আমি?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

9 তখন সদাপ্রভু কয়িনকে বললেন, “তোমার ভাই হেবল কোথায়?” “আমি জানি না,” সে উত্তর দিল, “আমি কি আমার ভাইয়ের তত্ত্বাবধায়ক?”

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

9 পরে প্রভু পরমেশ্বর জিজ্ঞাসা করলেন, তোমার ভাই হেবল কোথায়? কয়িন বলল, আমি জানি না। আমি কি আমার ভাইয়ের রক্ষী?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 পরে সদাপ্রভু কয়িনকে বলিলেন, তোমার ভ্রাতা হেবল কোথায়? সে উত্তর করিল, আমি জানি না; আমার ভ্রাতার রক্ষক কি আমি?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 পরে প্রভু কয়িনকে জিজ্ঞেস করলেন, “তোমার ভাই হেবল কোথায়?” কয়িন বলল, “আমি জানি না। ভাইয়ের উপর নজরদারি করা কি আমার কাজ?”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 পরে সদাপ্রভু কয়িনকে বললেন, তোমার ভাই হেবল কোথায়? সে উত্তর করল, “আমি জানি না, আমি কি আমার ভাইয়ের রক্ষক?”

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 4:9
11 ক্রস রেফারেন্স  

যে নিজের সমস্ত অধর্ম ঢেকে রাখে, সে কৃতকার্য হবে না; কিন্তু যে তা স্বীকার করে ত্যাগ করে, সে করুণা পাবে।


তোমরা তোমাদের পিতা শয়তানের এবং তোমাদের পিতার অভিলাষগুলো পালন করাই তোমাদের ইচ্ছা; সে আদি থেকেই নরহন্তা, কখনও সত্যে বাস করে নি, কারণ তার মধ্যে সত্য নেই। সে যখন মিথ্যা বলে, তখন নিজ থেকেই বলে, কেননা সে মিথ্যাবাদী ও মিথ্যার পিতা।


কেননা যিনি রক্তপাতের অনুসন্ধান করেন, তিনি নিহতদেরকে স্মরণ করেন; তিনি দুঃখীদের কান্না ভুলে যান না;


আর লোক পাঠিয়ে সেই কোর্তাখানি পিতার কাছে উপস্থিত করে বললো, আমরা এটা কুড়িয়ে পেয়েছি, পরীক্ষা করে দেখ এটি তোমার পুত্রের পোশাক কি না?


তিনি বললেন, তুমি এ কি করেছ? তোমার ভাইয়ের রক্ত ভূমি থেকে আমার কাছে কাঁদছে।


তখন এহুদা তাঁর ভাইদেরকে বললো, আমাদের ভাইকে খুন করে তা গোপন করলে আমাদের কি লাভ?


হে মাবুদ, আমার প্রতি রহম কর; বিদ্বেষী লোক হতে আমার যে দুঃখ ঘটে, তা দেখ, তুমিই মৃত্যুদ্বার থেকে আমাকে তুলে আন;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন