আদিপুস্তক 36:40 - কিতাবুল মোকাদ্দস40 গোষ্ঠী, স্থান ও নাম ভেদে ইস্ থেকে উৎপন্ন যে সকল দলপতি ছিলেন, তাঁদের নাম হল: দলপতি তিম্ন, দলপতি অল্বা, দলপতি যিথেৎ, অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ40 নামানুসারে, এবং তাদের বংশ ও অঞ্চল অনুসারে এরাই হলেন এষৌর বংশে জন্মানো বিভাগীয় প্রধান: তিম্ন, অলবা, যিথেৎ, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)40 এষৌর বংশধর যাঁরা বিভিন্ন গোষ্ঠী ও এলাকার কুলপতি ছিলেন তাঁদের নাম: অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)40 গোষ্ঠী, স্থান ও নাম ভেদে এষৌ হইতে উৎপন্ন যে সকল দলপতি ছিলেন, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল40-43 এষৌ ছিলেন ইদোম পরিবারগুলির পিতা। ইদোম পরিবারগুলি হল: তিম্ন, অল্বা, যিথেত্, অহলীবামা, এলা, পীনোন, কনস, তৈমন, মিব্মস, মগদীয়েল ও ঈরম। এই পরিবারগুলির নাম অনুসারেই তাদের বসতি স্থানের নাম হল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী40 গোষ্ঠী, স্থান ও নাম ভেদে এষৌ থেকে সৃষ্টি যে সব দলপতি ছিলেন, তাঁদের নাম হল; দলপতি তিম্ন, দলপতি অলবা দলপতি যিথেৎ, অধ্যায় দেখুন |