আদিপুস্তক 34:11 - কিতাবুল মোকাদ্দস11 আর শিখিম দীণার পিতাকে ও ভাইদেরকে বললো, আমার প্রতি তোমাদের অনুগ্রহ দৃষ্টি হোক; তা হলে যা বলবে, তা-ই দেব। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ11 তখন শিখিম দীণার বাবাকে ও দাদাদের বলল, “আপনাদের দৃষ্টিতে আমাকে দয়া পেতে দিন, এবং আপনারা যা চান আমি আপনাদের তাই দেব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 শেখেম দীনার বাবা ও ভাইদের বলল, আমার প্রতি আপনারা অনুগ্রহ করুন, আপনারা যা চাইবেন আমি তা-ই দেব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 আর শিখিম দীণার পিতাকে ও ভ্রাতৃগণকে কহিল, আমার প্রতি তোমাদের অনুগ্রহদৃষ্টি হউক; তাহা হইলে যাহা বলিবে, তাহাই দিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 শিখিম নিজেও যাকোব ও ভাইদের সঙ্গে কথা বললেন। শিখিম বললেন, “দয়া করে আমায় গ্রহণ কর। তোমরা আমাকে যা করতে বলবে তাই-ই করব। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী11 আর শিখিম দীণার বাবাকে ও ভাইদেরকে বলল, “আমার প্রতি তোমাদের অনুগ্রহ দৃষ্টি হোক; তা হলে যা বলবে, তাই দেব। অধ্যায় দেখুন |