আদিপুস্তক 3:4 - কিতাবুল মোকাদ্দস4 তখন সাপ নারীকে বললো, কোনক্রমে মরবে না; অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ4 “অবশ্যই তোমরা মরবে না,” সাপ নারীকে বলল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 সর্প নারীকে বলল, কক্ষণো মরবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 তখন সর্প নরীকে কহিল, কোন ক্রমে মরিবে না; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 কিন্তু সাপটা নারীকে বলল, “না, মরবে না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 তখন সাপ নারীকে বলল, “কোনোভাবেই মরবে না; অধ্যায় দেখুন |
তারা বললো, এক জন ব্যক্তি আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে এসে আমাদের বললেন, যে বাদশাহ্ তোমাদেরকে পাঠালেন, তোমরা তাঁর কাছে ফিরে যাও, তাকে বল, মাবুদ এই কথা বলেন, ইসরাইলের মধ্যে কি আল্লাহ্ নেই যে, তুমি ইক্রোণের দেবতা বালসবূবের কাছে জিজ্ঞাসা করতে লোক পাঠাচ্ছ? অতএব তুমি যে পালঙ্কে উঠে শুয়েছ, তা থেকে আর নামবে না, মরবেই মরবে।