আদিপুস্তক 23:9 - কিতাবুল মোকাদ্দস9 তাঁর ক্ষেতের প্রান্তে মক্পেলা গুহা আছে, আপনাদের মধ্যে আমার কবরস্থানের অধিকার হিসেবে তিনি আমাকে তা-ই দিন; সমপূর্ণ মূল্য নিয়ে দিন। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ9 যেন তিনি তাঁর অধিকারে থাকা সেই মক্পেলা গুহাটি আমায় বিক্রি করেন, যেটি তাঁর জমির শেষ প্রান্তে আছে। তাঁকে বলুন, তিনি যেন সেটি সম্পূর্ণ দাম নিয়ে আপনাদের মাঝে অবস্থিত এক কবরস্থানরূপে আমায় বিক্রি করে দেন।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 যেন তাঁর জমির সীমানায় মক্পেলায় যে গুহাটি আছে, সেটি যেন তিনি আপনাদের সাক্ষাতে পূর্ণ মূল্যের বিনিময়ে কবরস্থান হিসাবে আমাকে হস্তান্তর করেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 তাঁহার ক্ষেত্রের প্রান্তে মক্পেলা গুহা আছে, আপনাদের মধ্যে আমার কবরস্থানের অধিকারার্থে তিনি আমাকে তাহাই দিউন; সম্পূর্ণ মূল্য লইয়া দিউন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 ইফ্রোণের ক্ষেতের শেষে যে মক্পেলার গুহাটা আছে সেটা আমি কিনতে চাই। ইফ্রোণ ঐ গুহার মালিক। যা দাম হয়, সবটাই আমি দেব। আমি চাই যে আমার স্ত্রীর কবরের জন্য যে ঐ জায়গা কিনছি আপনারা সবাই তার সাক্ষী থাকুন।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 তাঁর ক্ষেত্রের শেষপ্রান্তে মক্পেলা গুহা আছে, আপনাদের মধ্যে আমার কবরস্থানের অধিকারের জন্য তিনি আমাকে তাই দিন; সম্পূর্ণ মূল্য নিয়ে দিন।” অধ্যায় দেখুন |