Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 14:4 - কিতাবুল মোকাদ্দস

4 এঁরা বারো বছর পর্যন্ত কদর্লায়োমরের গোলামী থেকে ত্রয়োদশ বছরে বিদ্রোহী হন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

4 বারো বছর তাঁরা কদর্লায়োমরের শাসনাধীন হয়ে ছিলেন, কিন্তু ত্রয়োদশতম বছরে তাঁরা বিদ্রোহ ঘোষণা করলেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

4 বারো বছর এঁরা কেদার-লায়োমের-এর অধীন ছিলেন। তের বছরের সময় এঁরা বিদ্রোহ করেন। পরে চৌদ্দ বছরের সময় কেদার-লায়োমের ও

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 ইহাঁরা দ্বাদশ বৎসর পর্য্যন্ত কদর্লায়োমরের দাসত্বে থাকিয়া ত্রয়োদশ বৎসরে বিদ্রোহী হন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 এই রাজারা বারো বছর ধরে কদর্লায়োমরের অনুগত ছিল। কিন্তু 13তম বছরে তারা সবাই কদর্লায়োমরের বিরুদ্ধে বিদ্রোহ করল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 এরা বারো বছর পর্যন্ত কদরলায়মের দাসত্বে থেকে তেরো বছরে বিদ্রোহী হন।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 14:4
5 ক্রস রেফারেন্স  

কিন্তু সে তার বিদ্রোহী হয়ে ঘোড়া ও অনেক সৈন্য পাবার জন্য মিসরে দূত পাঠিয়ে দিল। সে কি কৃতকার্য হবে? এমন কাজ যে করে, সে কি রক্ষা পাবে? সে তো নিয়ম ভঙ্গ করেছে, তবু কি উদ্ধার পাবে?


শিনিয়রের বাদশাহ্‌ অম্রাফল, ইল্লাসরের বাদশাহ্‌ অরিয়োক, এলমের বাদশাহ্‌ কদর্লায়োমর


এঁরা সকলে সিদ্দীম উপত্যকাতে অর্থাৎ লবণ-সমুদ্রে একত্র হয়েছিলেন।


পরে চতুর্দশ বছরে কদর্লায়োমর ও তাঁর সহায় বাদশাহ্‌রা এসে অস্তরোৎ-কর্ণয়িমে রফায়ীয়দেরকে, হমে সুষীয়দেরকে, শাবিকিরিয়াথয়িমে এমীয়দেরকে


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন