Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 10:6 - কিতাবুল মোকাদ্দস

6 আর হামের সন্তান— কূশ, মিসর, পূট ও কেনান। কূশের সন্তান— সবা, হবীলা, সপ্তা, রয়মা ও সপ্তকা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

6 হামের ছেলেরা: কূশ, মিশর, পূট ও কনান।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

6 হাম-এর সন্তান - কুশ, মিশর, পুট ও কনান।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 আর হামের সন্তান—কূশ, মিসর, পূট ও কনান। কূশের সন্তান—সবা, হবীলা, সপ্তা, রয়মা ও সপ্তকা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 হামের পুত্রগণ হল: কূশ, মিশর, পূট এবং কনান।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 আর হামের ছেলে কূশ, মিশর, পুট ও কনান।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 10:6
15 ক্রস রেফারেন্স  

পারস্য, লূদ ও পূট দেশীয়েরা তোমার সৈন্যসামন্তের মধ্যে তোমার যোদ্ধা ছিল; তারা তোমার মধ্যে ঢাল ও শিরস্ত্রাণ টাঙ্গিয়ে রাখত; তারাই তোমার শোভা সমপাদন করেছে।


হে সমস্ত ঘোড়া, উঠে যাও; হে সমস্ত রথ, উন্মত্তের মত হও; বীরেরা, ঢালধারী ইথিওপিয়া ও পূট এবং তীরন্দাজ ও ধনুকে চাড়াদায়ী লূদীয়রা এগিয়ে যাক।


আর সেদিন যখন আসবে তখন প্রভু তাঁর নিজস্ব লোকদের অবশিষ্টাংশকে মুক্ত করে আনবার জন্য দ্বিতীয়বার হস্তক্ষেপ করবেন, অর্থাৎ আসেরিয়া, মিসর, পথ্রোষ, ইথিওপিয়া, ইলাম, শিনিয়র, হমাৎ ও সমুদ্রের উপকূলগুলো থেকে অবশিষ্ট লোকদেরকে আনবেন।


হামের দেশে নানা অলৌকিক কাজ, লোহিত সাগরের ধারে নানা ভয়ঙ্কর কাজ করেছিলেন।


তাঁরা ওদের মধ্যে তাঁর নানা চিহ্ন, হামের দেশে নানা অদ্ভুত লক্ষণ দেখালেন।


আর ইসরাইল মিসরে উপস্থিত হলেন, ইয়াকুব হামের দেশে প্রবাস করলেন।


তিনি আঘাত করলেন মিসরে সমস্ত প্রথমজাতকে, হামের তাঁবুগুলোতে তাদের শক্তির প্রথম ফলকে;


তারা বহু ঘাসসহ উত্তম চরাণ ক্ষেত পেল, আর সে দেশ প্রশস্ত, প্রশান্ত ও নির্বিরোধ ছিল; কারণ হাম বংশীয়েরা আগে সেই স্থানে বাস করতো।


তখন কেনানের পিতা হাম নিজের পিতার উলঙ্গতা দেখে বাইরে এসে তার দুই ভাইকে সংবাদ দিল।


নূহের যে পুত্রেরা জাহাজ থেকে বের হলেন, তাঁদের নাম সাম, হাম ও ইয়াফস; আর হাম ছিলেন কেনানের পিতা;


এদের মধ্য থেকেই বিভিন্ন জাতির দ্বীপ-নিবাসীরা নিজ নিজ দেশে স্ব স্ব ভাষা অনুসারে নিজ নিজ জাতির নানা গোষ্ঠীতে বিভক্ত হল।


পারস্য, ইথিওপিয়া ও পূট তাদের সঙ্গী হবে; এরা সকলে ঢাল ও শিরস্ত্রাণধারী;


দ্বিতীয় নদীর নাম গীহোন; এই নদীটি সমস্ত কূশ দেশ বেষ্টন করে।


পরে নূহ্‌ পাঁচ শত বছর বয়সে সাম, হাম ও ইয়াফসের জন্ম দিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন