Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 1:4 - কিতাবুল মোকাদ্দস

4 তখন আল্লাহ্‌ আলো উত্তম দেখলেন এবং আল্লাহ্‌ অন্ধকার থেকে আলো পৃথক করলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

4 ঈশ্বর দেখলেন যে সেই আলো ভালো হয়েছে, এবং তিনি অন্ধকার থেকে আলোকে বিচ্ছিন্ন করলেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

4 ঈশ্বর দেখলেন, চমৎকার এই দীপ্তি। অন্ধকার থেকে তিনি দীপ্তিকে পৃথক করলেন

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 তখন ঈশ্বর দীপ্তি উত্তম দেখিলেন, এবং ঈশ্বর অন্ধকার হইতে দীপ্তি পৃথক্ করিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 আলো দেখে ঈশ্বর বুঝলেন, আলো ভাল। তখন ঈশ্বর অন্ধকার থেকে আলোকে পৃথক করলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 তখন ঈশ্বর আলো উত্তম দেখলেন এবং ঈশ্বর আলো ও অন্ধকার আলাদা করলেন।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 1:4
10 ক্রস রেফারেন্স  

সত্যিই, আলো সুন্দর এবং চোখের পক্ষে সূর্যদর্শন ভাল।


তখন আমি দেখলাম, যেমন অন্ধকারের চেয়ে আলো উত্তম, তেমনি অজ্ঞানতার চেয়ে প্রজ্ঞা উত্তম।


এবং আলো থেকে অন্ধকার পৃথক করার জন্য আল্লাহ্‌ ঐ জ্যোতির্গণকে আসমানের শূন্যস্থানে স্থাপন করলেন। আল্লাহ্‌ দেখলেন যে, সেসব উত্তম।


ফলত ভূমি ঘাস, নিজ নিজ জাত অনুসারে বীজ উৎপাদনকারী ওষধি ও নিজ নিজ জাত অনুসারে বীজসুদ্ধ ফল উৎপাদন করে এমন গাছ উৎপন্ন করলো; আর আল্লাহ্‌ দেখলেন যে, সেসব উত্তম।


পরে আল্লাহ্‌ তাঁর সৃষ্ট সমস্ত বস্তুর প্রতি দৃষ্টিপাত করলেন, আর দেখ, সকলই অতি উত্তম। আর সন্ধ্যা ও সকাল হলে ষষ্ঠ দিন হল।


তখন আল্লাহ্‌ স্থলের নাম ভূমি ও জমাকৃত পানির নাম সমুদ্র রাখলেন; আর আল্লাহ্‌ দেখলেন যে, তা উত্তম।


ফলত আল্লাহ্‌ নিজ নিজ জাত অনুসারে বন্য পশু ও নিজ নিজ জাত অনুসারে গৃহপালিত পশু ও নিজ নিজ জাত অনুসারে যাবতীয় ভূচর সরীসৃপ সৃষ্টি করলেন; আর আল্লাহ্‌ দেখলেন যে, সেসব উত্তম।


মাবুদ সকলের জন্য মঙ্গলময়, তাঁর করুণা তাঁর সৃষ্ট সমস্ত জিনিসের উপরে আছে।


হে মাবুদ, তোমার সমস্ত জিনিস তোমার প্রশংসা করে, এবং তোমার ভক্তরা তোমার শুকরিয়া আদায় করে।


আমি আলোর রচনাকারী ও অন্ধকারের সৃষ্টিকর্তা, আমি শান্তির রচনাকারী ও অনিষ্টের সৃষ্টিকর্তা; আমি মাবুদ এই সকলের সাধনকর্তা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন