৩ যোহন 1:13 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 তোমাকে রচনার অনেক কথা ছিল, কিন্তু কালি ও কলমের মাধ্যমে লিখতে ইচ্ছা হয় না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 তোমাকে লিখবার অনেক কথা ছিল, কিন্তু কালি ও লেখনী দ্বারা লিখতে ইচ্ছা হয় না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 তোমাকে অনেক কথা লেখার আছে, কিন্তু কাগজে কলমে তা আমি করতে চাই না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 তোমার কাছে অনেক কথা লেখার ছিল। কিন্তু কাগজে-কলমে তা লিখতে চাই না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 তোমাকে লিখিবার অনেক কথা ছিল, কিন্তু কালী ও লেখনী দ্বারা লিখিতে ইচ্ছা হয় না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 তোমাকে লেখবার অনেক কথাই আমার ছিল; কিন্তু কালি কলমে তা লিখতে ইচ্ছা করে না। অধ্যায় দেখুন |